Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সবকিছু ঠিক থেকেও ভেস্তে গেল! বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ

অঙ্কুশ হাজরা, বর্ধমানের একটি গ্রাম থেকে উঠে এসে টলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে স্বীকৃতি লাভ, তার জার্নিটা যেনো কোনো এক রূপকথার গল্পের মতো। কঠোর পরিশ্রম এবং উৎকৃষ্ট অভিনয়ের মেলবন্ধনে অঙ্কুশ…

Avatar

By

অঙ্কুশ হাজরা, বর্ধমানের একটি গ্রাম থেকে উঠে এসে টলিউডের প্রথম সারির অভিনেতা হিসেবে স্বীকৃতি লাভ, তার জার্নিটা যেনো কোনো এক রূপকথার গল্পের মতো। কঠোর পরিশ্রম এবং উৎকৃষ্ট অভিনয়ের মেলবন্ধনে অঙ্কুশ দিন প্রতিদিন নিজেকে আরো ভালো করে মেলে ধরছেন দর্শকদের সামনে। শুধুমাত্র অভিনয় নয়, তার মহিলা দর্শকদের মধ্যেও তিনি অত্যন্ত জনপ্রিয় তার লুকস এবং তার স্টাইল এর জন্য।

অন্যদিকে, তার দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলা সেন ছোটপর্দা এবং বড় পর্দার একজন দাপুটে অভিনেত্রী হিসেবে পরিচিত। বেশকিছু ধারাবাহিকে ঐন্দ্রিলা সেনের অভিনয় দক্ষতায় মুগ্ধ বাড়ির মা কাকিমারা। সম্প্রতি অঙ্কুশ এবং ঐন্দ্রিলার নতুন মুভি রিলিজ হয়ে গেছে থিয়েটারে, নাম ম্যাজিক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই ছবিতে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার অনস্ক্রিন রোমান্স সকলের নজর কেড়েছে। রীতিমতো দশ বছর হয়ে গেল তারা সম্পর্কে রয়েছেন, কিন্তু এখনো তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন নি।তাদের বিবাহ নিয়ে বর্তমানে বেশ চর্চায় মশগুল নেট জনতা। নতুন বাড়ি, নতুন গাড়ি, গার্লফ্রেন্ডের সঙ্গে প্রি হানিমুন, সবকিছুই হলো, কিন্তু তবুও ভক্তদের মনে একটাই প্রশ্ন, “বিয়েটা কবে হবে?”

সেই নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ। অঙ্কুশ বললেন, “অনেকেই আমাদের বলছেন এই সুযোগে বিয়েটা করে নিতে। তাহলে আমাদের কাউকে নিমন্ত্রণ করতে হবে না। কিন্তু আমরা বছরের শেষের দিকে বিয়েটা সেরে ফেলতে চেয়েছিলাম। কিন্তু এখন করোনা ভাইরাসের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে, আমরা টিভিতে, পেপারের সব জায়গায় আপনজনদের মারা যেতে দেখছি। সব জায়গায় অক্সিজেনের আকাল। এই অবস্থায় বিয়েটা করা একেবারেই ঠিক হবে না।” অঙ্কুশের এই মন্তব্যে করোনার বিরুদ্ধে যে তীব্র শ্লেষ প্রকাশ পেল, তা আর বলার অপেক্ষা রাখে না।

About Author