অভিনেতা যে তার মৃত্যুর ভুঁয়ো খবরের স্ক্রীনশট তুলে ছিল তাতে দেখা গিয়েছিল পরেশ রাওয়ালের ছবি একটি ফ্রেমে সাজিয়ে দুপাশে ফটোশপ করে মোমবাতি বসানো রয়েছে। অবশ্য তিনি রসিকতা করে একটি ফেসবুক পোষ্ট করেই এই নিয়ে আর তেমন কোনো বক্তব্য রাখেন নি। তবে কিছুদিন আগে মুকেশ খান্নার মৃত্যুর খবর ছড়িয়ে গেলে তিনি বেজায় ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করে বলেছিলেন, “আমি এখানে আপনাদের এটা বলতে এসেছি যে আমি একেবারে ঠিক আছে। সুস্থ আছি। গুজব মিথ্যে যা ছড়িয়েছে তা আমি মিথ্যা প্রমাণ করার জন্য এসেছি। যারা এই ধরনের মিথ্যা খবর ছড়ায় তাদের কড়া ভাষায় নিন্দা করছি।”🙏…Sorry for the misunderstanding as I slept past 7am …! pic.twitter.com/3m7j8J54NF
— Paresh Rawal (@SirPareshRawal) May 14, 2021
প্রয়াত অভিনেতা পরেশ রাওয়াল! বিতর্কিত পোস্টের মজার ছলে জবাব দিলেন অভিনেতা
সম্প্রতি গোটা ভারত করোনার মত মারণব্যাধি সাথে লড়াই করছে। চলতি বছরের শুরুতে নতুন মিউট্যান্ট স্ট্রেনকে হাতিয়ার করে করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো নাজেহাল করে দিয়েছে গোটা দেশবাসীকে। হসপিটালে বেড নেই ও…

আরও পড়ুন