Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কারা কারা স্পেশাল ট্রেনে উঠতে পারবে, জানিয়ে দিল পূর্ব রেল

চলতি ২০২১ যেন পুরো ২০২০ এর পুনরাবৃত্তি। আগের বছরের মতোই করোনা ত্রাসে নাজেহাল গোটা দেশবাসী। আগের বছর লকডাউনের কারণে গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। চলতি বছরে কিছুদিন আগে…

Avatar

চলতি ২০২১ যেন পুরো ২০২০ এর পুনরাবৃত্তি। আগের বছরের মতোই করোনা ত্রাসে নাজেহাল গোটা দেশবাসী। আগের বছর লকডাউনের কারণে গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। চলতি বছরে কিছুদিন আগে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেছিলেন যে কোন লোকাল ট্রেন চলবে না করোনার সংক্রমণ ঠেকানোর জন্য। এই পরিস্থিতিতে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলছে। কিন্তু লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন হয়েছি সাধারণ নিত্যযাত্রী সহ স্বাস্থ্যকর্মীরা। রেলের কাছে রাজ্য আবেদন করেছিল যে স্টাফ স্পেশাল ট্রেনে স্বাস্থ্যকর্মীদের সফরে ছাড় দেওয়া হোক। এবারের রেল রাজ্যের আবেদন মেনে নিয়েছে।

রেলের তরফ থেকে জানানো হয়েছে যে সমস্ত সরকারি এবং বেসরকারি স্বাস্থ্যকর্মীরা স্টাফ স্পেশাল বিশেষ ট্রেনে উঠতে পারবে। তবে সে ক্ষেত্রে বিশেষ কিছু শর্ত আছে। এর জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে হবে। ওই নোডাল অফিসার বিশেষ ধরনের পাস ইস্যু করবে। লোকাল ট্রেনে যাতায়াতের সময় ওই পাস ব্যবহার করতে হবে যাত্রীকে। সেই সাথে ট্রেনে যাতায়াতের জন্য টিকিট কাটতে হবে। বিভিন্ন স্টেশনে কাউন্টার খোলা থাকবে। টিকিট কেটে ট্রেনে উঠতে হবে স্বাস্থ্যকর্মীদের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আসলে রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেল কর্তৃপক্ষের স্পেশাল স্টাফ ট্রেনে উঠছে দেয়ার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির জবাবে লোকাল ট্রেনে স্বাস্থ্যকর্মীদের জন্য যাতায়াত বৈধ করলো পূর্ব রেল। প্রসঙ্গত, বাংলায় করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। তার জন্য পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকার ১৪ দিনের জন্য বাংলায় সমস্ত ধরনের লোকাল ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র রেলের তরফ থেকে তাদের স্টাফেদের জন্য স্পেশাল ট্রেন চলছে। সেই ট্রেনে উঠতে পারবে স্বাস্থ্যকর্মীরা।

About Author