Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোটা টাকা ইনকাম করতে চান, কেন্দ্র সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা, জানুন কি করতে হবে!

অরূপ মাহাত: সাধারণ মানুষের জন্য ওষুধপত্রের দাম কমানোর উদ্দেশ্যে ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন ঔষধি প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৯০ শতাংশ কম দামে প্রয়োজনীয় ওষুধ পাওয়া…

Avatar

অরূপ মাহাত: সাধারণ মানুষের জন্য ওষুধপত্রের দাম কমানোর উদ্দেশ্যে ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন ঔষধি প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৯০ শতাংশ কম দামে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাবে। এছাড়াও এই প্রকল্পের মাধ্যমে প্রায় ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাওয়া যাবে। এই জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন সহজলভ্য করে তোলা হয়েছে। প্রতিটি ন্যাপকিনের ১ টাকা ধার্য করা হয়েছে। বর্তমানে যা ২.৫০ টাকা।

দেশ জুড়ে প্রায় ৫,৫০০ টি জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছে মোদী সরকার। প্রতিটি গ্রামে এই ওষুধ কেন্দ্র গড়ে তোলার প্রয়াস করা হবে বলে সূত্রের খবর। যে কোন ভারতীয় নাগরিক এই জন ঔষধি কেন্দ্র খুলতে পারবে। যে পেশার সাথে যুক্ত ব্যক্তি, হাসপাতাল কর্মী, বেসরকারি কর্মী, ফার্মাসিস্ট, চিকিৎসক প্রত্যেকেই এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারবেন। বিভিন্ন অনগ্রসর শ্রেণীর মানুষেরা এই দোকান খুলতে চাইলে ৫০,০০০ টাকা পর্যন্ত অগ্রিম পাবে। এই প্রকল্পে ২০ শতাংশ পর্যন্ত মুনাফা করা যাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাওয়া যাবে ২ লক্ষ টাকা পর্যন্ত সরকারি সুবিধা। ভারতীয় জন ঔষধি প্রকল্পে ১২ মাসের বিক্রিতে ১০ শতাংশ ইনসেনটিভ পাওয়া যাবে। যা সর্বোচ্চ প্রায় ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। দেশের উত্তর পূর্ব রাজ্য, নকশাল অধ্যুষিত এলাকা, আদিবাসী সংরক্ষিত এলাকা ১৫ শতাংশ পর্যন্ত হবে। যা সর্বাধিক ১৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে৷

ভারতীয় জন ঔষধি প্রকল্পে দোকান খুলতে গেলে যে সমস্ত কাগজপত্র দরকার সেগুলি হল প্যানকার্ড, আধারকার্ড, বিশেষ মান্যতাপত্র৷ এবং প্রয়োজন ১২০ বর্গমিটার জায়গা প্রয়োজন।

About Author