Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দুর্বল অনুভব করছি, করোনায় আক্রান্ত ‘বাহামণি’ রনিতা দাস

করোনা ভাইরাস ইতিমধ্যেই টলিউডের বেশ কয়েক তারকাকে ছুঁয়েছে। চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলী এবং অভিনেতা উজান গাঙ্গুলী থেকে শুরু করে অভিনেত্রী শ্রুতি দাস এবং তন্বী লাহা রায় সকলেই করণা পজিটিভ ধরা…

Avatar

By

করোনা ভাইরাস ইতিমধ্যেই টলিউডের বেশ কয়েক তারকাকে ছুঁয়েছে। চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলী এবং অভিনেতা উজান গাঙ্গুলী থেকে শুরু করে অভিনেত্রী শ্রুতি দাস এবং তন্বী লাহা রায় সকলেই করণা পজিটিভ ধরা পড়েছেন। যদিও তারা সকলেই ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন। তবে এবারে আবারো করোনার থাবা টলিউডে। জনপ্রিয় ধারাবাহিক ইষ্টিকুটুম খ্যাত বাহামনি অর্থাৎ রনিতা দাস সম্প্রতি করণা আক্রান্ত হয়েছেন বলে খবর।

তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে এই খবরটি সকলকে জানিয়েছেন। তবে শুধু তিনি একা নন তার মা এবং বাবা করোনা পজিটিভ ধরা পড়েছেন। সোশ্যাল মিডিয়াতে রনিতা দাস লিখেছেন, “আমি, আমার মা এবং বাবা করোনা পজিটিভ। বাড়িতে দিদার ও ঠান্ডা লেগেছে। ওষুধ নিয়ে এখন অনেকটাই সুস্থ আছে কিন্তু কদিন থাকবেন জানিনা। ঠাকুমার ফুসফুসের অবস্থা খুব একটা ভালো নয়। ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া আমার আর কিছু করার নেই।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষ ঘায়েল হয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বহু তারকা করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে খবর। টলিউডে একাধিক তারকা করোনা আক্রান্ত হয়ে গিয়েছেন ইতিমধ্যেই। তার মধ্যে আবার নতুন করে করোনা পজিটিভ ধরা পড়লেন বাহামনি রনিতা।

রনিতা জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই অত্যন্ত দুর্বল অনুভব করছেন। বাড়ির সমস্ত পরিচারিকাদের ছুটি দিয়ে দিয়েছেন। তারা তিনজনে মিলে এখন বাড়ির সমস্ত কাজ করছেন। সবাইকে সাবধান করে দিয়ে রনিতা লিখেছেন, “আমার কন্টাক্ট এ যারা যারা এসেছেন তাদের যদি কোনো লক্ষণ থাকে তাহলে তৎক্ষণাৎ করোনা পরীক্ষা করিয়ে নিন। সাবধানে থাকুন।

About Author