Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের দু’বছরে স্ত্রী নবনীতাকে খোলা চিঠি লিখলেন অভিনেতা জিতু! ভাইরাল পোস্ট

স্টার জলসার 'অর্ধাঙ্গিনী' ধারাবাহিক সেটে জীতু ও নবমিতার প্রথম আলাপ হয়। হিরো হিরোইনের অভিনয় করতে করতে নিজেরাই প্রেমে পড়ে যান। এই ধারাবাহিকে নবনীতা অর্ধাঙ্গিনীর চরিত্রে পাঠ করতে গিয়ে আসল জীবনে…

Avatar

By

স্টার জলসার ‘অর্ধাঙ্গিনী’ ধারাবাহিক সেটে জীতু ও নবমিতার প্রথম আলাপ হয়। হিরো হিরোইনের অভিনয় করতে করতে নিজেরাই প্রেমে পড়ে যান। এই ধারাবাহিকে নবনীতা অর্ধাঙ্গিনীর চরিত্রে পাঠ করতে গিয়ে আসল জীবনে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে কল্পনাও করতে পারেননি তিনি। প্রেমপর্ব মিটিয়ে ২০১৯ সালে আজকের দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। চুটিয়ে সংসারও করছিলেন। জীতু আর নবনীতার খুনসুটি করেই দিন কাটাচ্ছিল। কখনো দুজনে বেড়িয়ে যাচ্ছে ঘুরতে তো আবার কখনো লকডাউনে মজা করেই দিন কাটছিল।জীতু নবনীতার বসন্ত বৈশাখ মাসেই পরিণতি পেয়েছিল। হাসি, মজা আর খুনসুটি করেই দু দুটি ভালোবাসার বসন্ত পার করে দিয়েছে এই জুটি। অনেকেই এদের বয়স নিয়ে নানান ভাবে মজা তামাশা করলেও কোনো গুরুত্ব দেননি বরং নিজেদের মত করে গুছিয়ে নিয়েছেন। বিয়ের পর হানিমুনে গিয়েছিলেন আর সেখান থেকে নানান মুহূর্ত শেয়ার করেছিলেন। দুজনেই পাহাড় খুব ভালোবাসেন তাই তো লকডাউন শেষে পাহাড়ে বেরিয়ে পড়েছিলেন।
২০১৯ এর এমন দিনেই গাঁটছড়া বেঁধেছেন ছোটপর্দার এই জনপ্রিয় জুটি। মাঝে গুঞ্জন এসেছিল এদের নাকি বিচ্ছেদ ঘটবে। না এটা ছিল একটি রিল ভিডিও। দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়াতে বেশ ভালোই সক্রিয়। বরং দিব্যি আছে৷ আজ বিবাহবার্ষিকীতে ভালোবাসার মানুষের জন্য সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠি লিখলেন।লিখলেন, নবনীতা বিগত ২ বছর ধরে সংসার নামক এক অজানা এবং অনভিজ্ঞ পথে হেঁটে চলেছে। নবনীতা নিজের কথা মুখ ফুটে বলতে জানেন না, এমনকি একটা সময় রান্নাটাও‌ নাকি বিশেষ জানতেন না, তবে এখন তিনি হাতের তালুতে রান্নার ঝোলের স্বাদ নিতে নিতে সে শিখে গেছেন। বাইরে কলিংবেল বাজলে বুঝে যান বাইরে কে থাকতে পারে। দুহাতে আগলে রাখেন সংসার সাথে বাইরের জগত। বিয়ের দুবছর হতে হতে দুবার মহামারী এসেছে। দুবারই বিবাহবার্ষিকী পালন করা হয়নি, অবশ্য সেই নিয়ে নাকি কোনো আক্ষেপ নেই জিতুর ঘরণীর।কিন্তু, এইবারের একটু আলাদা ভাবেই স্ত্রীকে শুভেচ্ছা জানান অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সকলের সা বুক চিতিয়ে বলেন তিনি তার স্ত্রীকে কতটা ভালোবাসেন। এই করোনা পরিস্থিতির মধ্যেও স্ত্রীর বুকের ধুকধুক শব্দ নিজের জীবিনের শেষ দিন অব্দি শুনতে চান। এরপর অনুরাগীরা এই জুটিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।
About Author