Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সলমনের হবু বৌদিকে চেনেন? রইল অভিনেত্রী জর্জিয়ার আসল পরিচয়

১৯৯৮ সালে আরবাজ খানে অভিনেত্রী মালাইকার সাথে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর স্বামী এবং সংসার নিয়ে খুশি ছিলেন আরবাজ। এদের একটি ছেলে আছে, নাম আরহান খান। বেশ খুশিতে ছিলেন…

Avatar

By

১৯৯৮ সালে আরবাজ খানে অভিনেত্রী মালাইকার সাথে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর স্বামী এবং সংসার নিয়ে খুশি ছিলেন আরবাজ। এদের একটি ছেলে আছে, নাম আরহান খান। বেশ খুশিতে ছিলেন কিন্তু ২০১৭ সালে ১৯ বছরের এই বিখ্যাত জুটির সুখী দাম্পত্য জীবন ভেঙে যায়। এর নেপথ্যে ছিল অন্য কারণ। এদের বিচ্ছেদের মূল কারণ ছিল অবশ্য অন্য। আরবাজ তাঁর বিদেশিনী বান্ধবী জর্জিয়ার সঙ্গেও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপরই এদের ডিভোর্স হয়। বিচ্ছেদের পর অবশ্য মালাইকা অর্জুন কাপুরের সাথে ডেট করছেন।

আরবাজ নিজের থেকে বয়সের অনেকটাই ছোট ইতালিয়ান মডেল ও অভিনেত্রী জর্জিয়া আন্দ্রিয়ানির প্রেমে পড়েছেন। জার্জিয়ার নিজের সৌন্দর্যে ঘায়েল করে রেখেছেন বহু পুরুষ মন। এছাড়া তিনি নিজের অভিনয় দিয়ে সমস্ত মানুষের মন জয় করেছেন ৷ নিজের হট পোজ দেওয়া ছবির জন্যই বারেবারে সোশ্যাল মিডিয়া আর পেজ থ্রিতে চর্চায় থাকেন।কিন্তু যখন থেকে আরবাজ খানের সঙ্গে তাঁর নাম জুড়েছে তিনি এখন সালমান খানের হবু বৌদি হিসেবে আরো বেশি চর্চায় থাকেন ৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রাথমিক পর্যায়ে আরবাজ আর জার্জিয়ার সম্পর্ক নিয়েই বেশ লুকোচুরি ছিল, কিন্তু এখন এই সম্পর্ক এসেছে খুল্লাম খুল্লা।  গত বছর দিওয়ালির সময় শিল্পা শেট্টি যে পার্টি রেখেছিলেন সেখানেও জর্জিয়া এবং আরবাজকে একসঙ্গে দেখা যায়। সেই পার্টিতে সুন্দরী মডেলকে লাল রংয়ের লেহেঙ্গা চোলি পরে দেখা গেছে।বমালাইকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে আরবাজ ও জর্জিয়ার নিজেদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে এসেছে। অবশ্য এই লাভ বার্ডস কবে বিয়ে করছেন সেই তারিখ এখনো কিছুই নিশ্চিত হয়নি। তবে আরবাজ এই সম্পর্কে বেশ ভালোই আছেন।

জার্জিয়া অভিনয়ের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ সক্রিয়। এনার ফ্যান ফলোয়ারের সংখ্যা নেহাত কম কিছু নেই। প্রায়সই নিজের হট ছবি আর ভিডিও শেয়ার করে থাকেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। এবার অভিনেত্রীর একটি হট পোজ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। প্রায়শই অভিনেত্রীকে নানান বিকিনি শুটে দেখা যায়। এবারেও অনথা হয়নি। গোলাপি ফ্লোরাল বিকিনিতে দেখা যায় অভিনেত্রীকে। আর খোলা চুল সাথে নিউড মেক আপ আর অভিনেত্রীর হটনেস চুঁয়ে পড়ছে। পুরুষ অনুগামীরা বেশ পছন্দ করেন। নিমেষে ভাইরাল ভাইজানের হবু বৌদির এই পোস্ট।

About Author