Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কলকাতায় শুরু ১৮ উর্ধ্বদের টিকাকরণ, জেনে নিন কোথায় কীভাবে পাবেন

কলকাতা ইতিমধ্যেই শুরু হয়ে গেল ১৮ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়ার পালা। করোনাভাইরাস এর প্রভাব থেকে বাঁচার জন্য আমাদের সকলকে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন। কিন্তু টিকার অভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যে…

Avatar

By

কলকাতা ইতিমধ্যেই শুরু হয়ে গেল ১৮ বছরের উর্ধ্বে সকলকে ভ্যাকসিন দেওয়ার পালা। করোনাভাইরাস এর প্রভাব থেকে বাঁচার জন্য আমাদের সকলকে ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন। কিন্তু টিকার অভাবে পশ্চিমবঙ্গের পাশাপাশি একাধিক রাজ্যে এখনো পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা যায়নি। তবে মঙ্গলবার রাজ্যের প্রথম বেসরকারি হাসপাতালে শুরু হয়ে গেল করোনাভাইরাস এর ভ্যাক্সিনেশন করার কাজ।

এই প্রথম ভ্যাক্সিনেশন শুরু হয়েছে কলকাতার উডল্যান্ড হাসপাতালে এবং সেখানে প্রাপ্ত বয়স্কদের টিকা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সরকারি নির্দেশিকা ছিল গত পহেলা মে থেকে টিকাকরণ শুরু হয়ে যাবে। কিন্তু সেই দিন থেকে বেসরকারি হাসপাতালে টিকা সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এর ফলে টিকাকরণ কর্মসূচি বন্ধ করে রাখতে হয় তাদের। যদিও এই পরিস্থিতির মাঝে মঙ্গলবার উডল্যান্ড জানিয়ে দিয়েছে, আপাতত ভারত বায়োটেক তাদেরকে কিছু কো ভ্যাকসিন এর ডোজ পাঠিয়েছে, এবং সেই দিয়ে টিকাকরণ এর কাজ শুরু হবে। হাসপাতাল জানিয়ে দিয়েছে সর্বমোট চারটি কেন্দ্রে টিকা দেয়া হবে এবং প্রতিটি কেন্দ্রে ২৫০ জন করে সর্বমোট ১০০০ জনকে প্রত্যেকদিন ভ্যাকসিন দেওয়া হবে। তবে যদি আপনারা টিকা গ্রহণ করতে চান তাহলে আপনাকে প্রথমে কো উইন অ্যাপ্লিকেশন থেকে টিকাকরণের তারিখ বুক করতে হবে।

উল্লেখনীয় বিষয় হল, এতদিন রাজ্য সরকারের কাছে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু গত পহেলা মে থেকে রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল প্রস্তুতকারী সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে হবে বেসরকারী সংস্থাগুলিকে। তারপর থেকেই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে বেশ কিছু সমস্যা শুরু হয়। তবে আগামী কাল থেকে মনে করা হচ্ছে সমস্ত জায়গায় ভ্যাক্সিনেশন ভালো করেই শুরু হয়ে যাবে। বেসরকারি হাসপাতালগুলোতে ১২০০ টাকায় কো ভ্যাকসিন এবং ৬০০ টাকায় কোভি শিল্ড ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত বায়োটেক এবং সেরাম ইনস্টিটিউট। তবে অবশ্যই আপনাকে পরিষেবা কর দিতে হবে প্রত্যেকটি ভ্যাকসিন এর উপরে।

About Author