Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জয়ী বিধায়কদের নিয়ে নতুন মন্ত্রিসভা গড়তে তৃণমূল ভবনে বৈঠকে মমতা

গতকাল ২ মে একুশে বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। নির্বাচনের শুরু থেকেই সবাই আশা করেছিল যে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু বাস্তবে তৃণমূল ২০০ এর বেশি আসনে এগিয়ে…

Avatar

গতকাল ২ মে একুশে বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। নির্বাচনের শুরু থেকেই সবাই আশা করেছিল যে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু বাস্তবে তৃণমূল ২০০ এর বেশি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি এখনও দুই অঙ্কের ঘর পার করতে পারেনি। এই পরিস্থিতিতে এটা নিশ্চিত যে বাংলার মসনদে আবারো বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সময় নষ্ট না করেই আজ অর্থাৎ সোমবার দুপুরে তৃণমূল ভবনে দলের জয়ী বিধায়কদের বৈঠকে ডেকেছেন তিনি। আজ দুপুর ৩ টের সময় বৈঠক শুরু হবে। এই বৈঠকে সর্বপ্রথম রাজ্যের ভয়ংকর করোনা পরিস্থিতি কি করে মোকাবিলা করা যাবে, তা নিয়ে আলোচনা করা হবে।

দলীয় সূত্রে জানা গিয়েছে আজকের বৈঠকে নতুন মন্ত্রিসভা গঠন নিয়েও কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। এমনকি বিদায়ী মন্ত্রিসভার অনেকেই নতুন মন্ত্রিসভায় নাও থাকতে পারেন। এবার হয়তো মমতার নতুন মন্ত্রিসভায় দেখা যাবে এক ঝাঁক নতুন মুখকে। এই মন্ত্রিসভা গঠনের ব্লু প্রিন্ট তৈরি করে নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাই আজকেই বৈঠক করার পর রাজভবনে যাবেন তিনি। সেখানে গিয়ে রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে তৃতীয়বারের সরকার তৈরি করার প্রস্তাব দেবেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যবার মমতার শপথ গ্রহণ বা মন্ত্রিসভার শপথ গ্রহণ হয় রেড রোডে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন বিরোধী বিজেপি নেতারাও। কিন্তু এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে হয়তো এরকম সমাবেশ হবে না এবং অন্যান্য কোন নেতাকে আমন্ত্রণ জানানো হবে না। জানা যাচ্ছে, নতুন বিধায়কদের নিয়ে মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে রাজভবনে। বিধানসভা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কোভিড বিধি মেনে এই কাজ করা হবে।

About Author