এত কিছুর মাঝেও সার্ভার সমস্যা বলে মমতার রেজাল্ট সম্বন্ধে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। নির্বাচন কমিশনের তরফ থেকে এখন অব্দি কোন বিবৃতি পাওয়া যায়নি এই সমন্ধে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার শোনার পর জানিয়েছিলেন, “গোটা রাজ্য একদিকে মত দিচ্ছে। কেন্দ্র অন্য মত দিচ্ছে, কেন? হঠাৎ করে কমিশনের ওয়েবসাইট বন্ধ থাকতে পারে। জয়ী ঘোষণা করে আবার অন্য কথা বলা হচ্ছে। কিছু একটা সেটিং রয়েছে।”#WATCH | Don't worry for Nandigram, for struggle you have to sacrifice something. I struggled for Nandigram because I fought a movement. It's ok. Let the Nandigram people give whatever verdict they want, I accept that: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/ZHvtz991Vb
— ANI (@ANI) May 2, 2021
নাটকীয় পরিবর্তন! ‘জয়ী’ ঘোষণার পর নন্দীগ্রামে পরাজিত মমতা, জিতেছে শুভেন্দু, বিতর্ক তুঙ্গে
একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ভোটগণনা ছিল আজকে। সকাল থেকে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর লড়াইয়ে সাপলুডু খেলা দেখা গিয়েছে। কোন সময় এগিয়ে যাচ্ছিলেন…

আরও পড়ুন