Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আশঙ্কা সত্যি! রাজ্যে একশোর গণ্ডি পার দৈনিক মৃত্যু

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে নাজেহাল হয়ে পড়েছে গোটা ভারতবাসী। প্রতিদিন পুরনো রেকর্ড ভেঙ্গে সংক্রমণ হওয়ার লাফিয়ে বাড়ছে। বেহাল অবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থার। কোথাও বেড পাওয়া যাচ্ছে না তো আবার কোথাও…

Avatar

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে নাজেহাল হয়ে পড়েছে গোটা ভারতবাসী। প্রতিদিন পুরনো রেকর্ড ভেঙ্গে সংক্রমণ হওয়ার লাফিয়ে বাড়ছে। বেহাল অবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থার। কোথাও বেড পাওয়া যাচ্ছে না তো আবার কোথাও হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে যাচ্ছে। এ ছাড়াও একাধিক রাজ্যে কোভিড রিপোর্ট না থাকার জন্য হাসপাতালে ভর্তি হতে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন রাজ্যের মত অবস্থা সঙ্কটজনক বাংলায়। বাংলাতে একদিকে যেমন পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ হার অন্যদিকে সমানভাবে বাড়ছে মৃত্যুহার।

পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা ভাইরাসের প্রকোপে পড়েছে ১৭ হাজার ৫১২ জন। এছাড়া আজকে রেকর্ড সংখ্যক আক্রান্ত হওয়ায় খবর পাওয়া গেছে। জানা গেছে সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় বাংলায় করোনার বলি হয়েছে ১০০ জনের বেশী মানুষ। গতকাল বাংলায় করোনায় মৃত্যু হয়েছে ১০৩ জন। তবে স্বস্তির খবর ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার বঙ্গবাসী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতা শহরে। কিন্তু মৃত্যুর নিরিখে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। গত ২৪ ঘন্টায় ২৬ জনের করোনায় মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায় । অন্যদিকে কলকাতাতে একদিনে মৃতের সংখ্যা ১৯ জন।

About Author