Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ব্রেক-আপ নিয়ে মুখ খুললেন হিমাংশ, নেহাকে নিয়ে কী বললেন অভিনেতা

গত বছর অক্টোবর মাসে নেহা কক্কর (Neha kakkar)-এর সঙ্গে পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং (Rohanpreet singh)-এর বিয়ে হয়ে গিয়েছে। এর আগে অভিনেতা হিমাংশ কোহলি (Himangsh kohli)-এর সাথে সম্পর্কে ছিলেন নেহা। কিন্তু…

Avatar

গত বছর অক্টোবর মাসে নেহা কক্কর (Neha kakkar)-এর সঙ্গে পঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিং (Rohanpreet singh)-এর বিয়ে হয়ে গিয়েছে। এর আগে অভিনেতা হিমাংশ কোহলি (Himangsh kohli)-এর সাথে সম্পর্কে ছিলেন নেহা। কিন্তু আজও অবধি নেহা ও হিমাংশের ব্রেক-আপের কারণ জানা যায়নি। সম্প্রতি সংবাদমাধ্যমে নেহার সঙ্গে তাঁর ব্রেক-আপ প্রসঙ্গে মুখ খুলেছেন হিমাংশ। তিনি জানিয়েছেন, তিনি তাঁর ব্রেক-আপের কারণ কাউকে জানাতে চান না। নেহা রোহনপ্রীতকে বিয়ে করে নিজের জীবনে খুশি রয়েছেন। তবে হিমাংশ বলেছেন, তিনি কোনোদিন নেহার সাথে খারাপ ব্যবহার করেননি। এই কারণেই তিনি রাতে শান্তিতে ঘুমাতে পারেন।2018 সালে হিমাংশের সঙ্গে ব্রেক-আপের পর নেহা রিয়েলিটি শো ও লাইভ পারফরম্যান্সে কেঁদেছিলেন। এমনকি ‘ইসমে তেরা ঘাটা, মেরা কুছ নেহি যাতা’ নামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছিলেন নেহা। কিন্তু গত বছর হঠাৎই নেহা রোহনপ্রীতকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।হিমাংশের সঙ্গে ব্রেক-আপের পরের বছর একটি সংবাদমাধ্যমে নেহা জানিয়েছিলেন, হিমাংশ ও তাঁর পরিবার নেহার উপর মানসিক নির্যাতন করতেন। কিন্তু হিমাংশ বলেছেন, তিনি জানেন, তিনি মানুষ হিসাবে এতটাও খারাপ নন।
About Author