গতকাল থেকেই বারংবার ভূমিকম্পে কেঁপে উঠছে অসম। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এতবার ভূমিকম্প কি কোন বড় প্রলয়ের পূর্বাভাস? এই প্রসঙ্গে এনসিএস জানিয়েছে যে অসমের ওই এলাকা এমনিতেই অতি ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। এই জায়গায় বাড়ি ভারতীয় টেকটনিক প্লেটের উপর ইউরেশিয়ান প্লেট রয়েছে। এর ফলে অভিসারী সংঘর্ষ ভূমিকম্পের সৃষ্টি হয়। আগামীকাল কোন বড়োসড়ো ভূমিকম্পের সম্ভাবনা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।Earthquake of Magnitude:4.6, Occurred on 29-04-2021, 01:20:53 IST, Lat: 26.72 & Long: 92.43, Depth: 19 Km ,Location: 36km W of Tezpur, Assam, India for more information download the BhooKamp App https://t.co/LoEuYiRlHM pic.twitter.com/EBZ1odClwc
— National Center for Seismology (@NCS_Earthquake) April 28, 2021
সকালের পর গভীর রাতে আরও ৬ বার কেঁপে উঠল অসম, এটা কি বড় প্রলয়ের ইঙ্গিত?
গতকাল বুধবার সকালে প্রথম অসম সহ উত্তরবঙ্গের একাধিক জেলা ভূমিকম্প কেঁপে ওঠে। ভূমিকম্পের উৎসস্থল হলো অসমের শোণিতপুর। এই কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ২১.৪ কিলোমিটার নিচে ছিল। রিখটার স্কেলে এই কম্পনের…

আরও পড়ুন