Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাতিল একাধিক লোকাল ট্রেন, তালিকায় আছে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনও, সমস্যায় নিত্যযাত্রীরা

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে। আর তার প্রভাব সরাসরি পড়েছেন লোকাল ট্রেন এবং অন্যান্য প্যাসেঞ্জার ট্রেন চলাচলের উপরে। আপনার বেশ অনেকদিন ধরেই দেখছেন বেশকিছু লোকাল ট্রেন বাতিল…

Avatar

By

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ ইতিমধ্যেই আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গে। আর তার প্রভাব সরাসরি পড়েছেন লোকাল ট্রেন এবং অন্যান্য প্যাসেঞ্জার ট্রেন চলাচলের উপরে। আপনার বেশ অনেকদিন ধরেই দেখছেন বেশকিছু লোকাল ট্রেন বাতিল হচ্ছে কিছুদিন ধরে। লোকাল ট্রেন বাতিল এর কারণ হাওড়া এবং শিয়ালদহ ডিভিশন এর গার্ড এবং রেলের চালকদের করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার ঘটনা। তার সাথে সাথেই, করোনা ভাইরাসের ভয় থেকে এখন কিন্তু অনেকেই ট্রেনে বা বাসে চড়তে চাইছেন না তাই যাত্রীসংখ্যা কমছে হু হু করে।

এরকম পরিস্থিতিতে হাওড়া স্টেশনের সিনিয়র মুখ্য প্রবন্ধক জানিয়েছেন, “যাত্রীসংখ্যা হাওড়া স্টেশনে অনেকটা কমে গেছে এবং এই কারণে এতগুলো ট্রেন চালানোর তেমন কোনো প্রয়োজন পড়ছে না। ট্রেন নতুন করে চালু হবার পরে মোটামুটি একটা সময় ছিল যখন হাওড়া স্টেশনে প্রত্যেকদিন ৯.৫ লক্ষ মানুষ চলাচল করতেন। কিন্তু বর্তমানে এই টিকিট বিক্রির সংখ্যাটা প্রায় ৩০ শতাংশ কমে গেছে। তার পাশাপাশি এখন মাস্ক এবং করোনাভাইরাস এর সমস্ত বিধি না মানলে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি আরো জানিয়েছেন, “এখন প্রবেশপথে থার্মাল গান বাজানো হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনে। স্যানিটাইজার প্রত্যেকদিন ব্যবহার করা হচ্ছে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমনের ভয় মানুষকে পিছু ছাড়ছে না। এই কারণে যাত্রীসংখ্যা অনেকটা কমে গেছে। এছাড়াও বিনা মাস্ক পরে যদি কেউ আসেন স্টেশন চত্বরে তাহলে তাকে তৎক্ষণাৎ ৫০০ টাকা জরিমানা করার কথা ঘোষণা করে দিয়েছে ভারতীয় রেল।

ইতিমধ্যে পূর্ব রেলের হাওড়া স্টেশনে বেশ কয়েকজন করণা আক্রান্ত রেলকর্মী আছেন।এই কারণে এবারে হাওড়া এবং শিয়ালদা শাখায় অসংখ্য ট্রেন বাতিল করার ঘোষণা করে দিয়েছে পূর্ব রেলওয়ে। এগুলির মধ্যে আজিমগঞ্জ টু রামপুরহাট প্যাসেঞ্জার, রামপুরহাট-বর্ধমান প্যাসেঞ্জার, রামপুরহাট-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-নলহাটি প্যাসেঞ্জার, নলহাটি-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, আজিমগঞ্জ টু কাটোয়া প্যাসেঞ্জার, কাটোয়া টু আজিমগঞ্জ প্যাসেঞ্জার, বর্ধমান টু রামপুরহাট প্যাসেঞ্জার, বর্ধমান টু কাটোয়া প্যাসেঞ্জার, কাটোয়া টু বর্ধমান প্যাসেঞ্জার, ব্যান্ডেল টু বর্ধমান প্যাসেঞ্জার, বর্ধমান টু ব্যান্ডেল প্যাসেঞ্জার, এছাড়াও বেশ কিছু লোকাল ট্রেন রয়েছে বাতিলের তালিকায়।

About Author