Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যারা ভ্যাকসিন নিয়েছেন তারা মাস্ক ছাড়াই ঘুরতে পারবেন, নতুন নির্দেশিকা এই দেশে

ভারতে করোনাভাইরাস অত্যন্ত বেশি ছড়িয়ে পড়া শুরু করেছে। কিন্তু একেবারে অন্য চিত্র আমেরিকায়। একদিকে যেখানে ভারতে মাস্ক না পড়লে জরিমানা ধার্য করা হচ্ছে, সেখানে মার্কিন মুলুকে আবার টিকা নেওয়া ব্যক্তিদের…

Avatar

By

ভারতে করোনাভাইরাস অত্যন্ত বেশি ছড়িয়ে পড়া শুরু করেছে। কিন্তু একেবারে অন্য চিত্র আমেরিকায়। একদিকে যেখানে ভারতে মাস্ক না পড়লে জরিমানা ধার্য করা হচ্ছে, সেখানে মার্কিন মুলুকে আবার টিকা নেওয়া ব্যক্তিদের মাস্ক ছাড়া ঘোরাফেরা করার নির্দেশ দিয়ে দিয়েছে মার্কিন সরকার। নতুন নির্দেশিকা জারি হয়ে গিয়েছে আমেরিকায়। করোনা ভাইরাসের টিকা নিয়েছেন এমন ব্যক্তিদের মাস্ক পরতে হচ্ছে ভারতে, কিন্তু আমেরিকায় চিত্রটা একেবারেই আলাদা। মার্কিন মুলুকের ক্ষেত্রে কোভিড প্রটোকল সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে।মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, যেসব ব্যক্তি করোনা ভাইরাসের ভ্যাকসিন এর পুরো ডোজ নিয়ে নিয়েছেন তাদের মাস্ক না পরলেও চলবে। এক্ষেত্রে আমেরিকায় করোনা টিকাকরনের রিপোর্ট বলছে ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক ইতিমধ্যেই টিকার পুরো ডোজ নিয়ে নিয়েছেন।তাদের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, যারা টিকা গ্রহণ করেছেন তারা মাস্ক ছাড়াই চলতে পারবেন। মঙ্গলবার নতুন নির্দেশিকা জারি করার মাধ্যমে মার্কিন সরকার জানিয়েছে, সম্পূর্ণভাবে টিকাকরণ হয়েছে এমন ব্যক্তিরা চাইলে পরিবার এবং বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে যেতে পারেন। তাদের সঙ্গে হাটাহাটি, দৌড়াদৌড়ি করতে পারেন। এমনকি তারা রেস্তোরাঁ, বার এবং শপিং মলেও যেতে পারবেন।
About Author