Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘প্রাক্তন প্রেমিক সন্তানের বাবা’, ভাঙা প্রেম নিয়ে মুখ খুললেন সঞ্জয় দত্ত কন্যা ত্রিশলা

সঞ্জয় দত্ত (sanjay dutta)- র কন্যা ত্রিশলা (trishala dutta) বরাবর লাইমলাইটের আড়ালে থেকেছেন। সঞ্জয় দত্তের প্রথমা স্ত্রী রিচা শর্মা য(Richa sharma)-র মৃত্যুর পরেই নিউ ইয়র্কে নিজের দাদু-দিদার কাছে চলে যান…

Avatar

সঞ্জয় দত্ত (sanjay dutta)- র কন্যা ত্রিশলা (trishala dutta) বরাবর লাইমলাইটের আড়ালে থেকেছেন। সঞ্জয় দত্তের প্রথমা স্ত্রী রিচা শর্মা য(Richa sharma)-র মৃত্যুর পরেই নিউ ইয়র্কে নিজের দাদু-দিদার কাছে চলে যান ত্রিশলা। বাবার একাধিক নারীসঙ্গ কোনোদিন পছন্দ করতে পারেননি ত্রিশলা। এমনকি সঞ্জয় ও মান্যতা (Manyata dutta)-এর বিয়ের সময় আপত্তি জানিয়েছিলেন ত্রিশলা। কিন্তু সঞ্জয় তাঁর কথায় কান দেননি। সঞ্জয় ও মান্যতার বিয়ে হয়ে যায়। এই মুহূর্তে তাঁদের যমজ পুত্রসন্তান রয়েছে। কিন্তু ত্রিশলা এখনও মেনে নিতে পারেননি মান্যতাকে।এবার ত্রিশলা মুখ খুললেন নিজের সম্পর্ক নিয়ে। সম্প্রতি ত্রিশলা ইন্সটাগ্রামে আলোচনা করেন কোনো সম্পর্কের বিশ্বাসঘাতকতার দিকটি নিয়ে। এইসময় তাঁর অনুরাগীদের মধ্যে একজন তাঁকে জিজ্ঞাসা করেন তাঁর সম্পর্কের ব্যাপারে। ত্রিশলা কোনো ভণিতা না করেই বলেন তাঁর প্রথম সম্পর্ক সাত বছর টিকে ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ না জানালেও ত্রিশলা বলেন তাঁদের দুজনের সম্মতিতে এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। কারণ ত্রিশলা বিয়ের জন্য তৈরী ছিলেন না। ত্রিশলা জানান, আজ তাঁর প্রেমিক বিবাহিত এবং সন্তানের পিতা। ত্রিশলার ইতালীয় প্রেমিকের মৃত্যু হয়েছিল 2019 সালের 2 রা জুলাই। তাঁকে ভুলতে পারেননি ত্রিশলা। প্রায়ই তাঁকে নিয়ে বহু ইমোশনাল পোস্ট করেন ত্রিশলা।পেশায় সাইকোথেরাপিস্ট ত্রিশলা মাঝে মাঝেই মানসিক স্বাস্থ্য-সচেতনতা তৈরীর জন্য সেশন করেন। এছাড়াও মানসিক অবসাদ কাটানোর জন্য বিভিন্ন রেমিডিও দিয়ে থাকেন ত্রিশলা।
About Author