দেশজুড়ে করোনা ভাইরাসের প্রভাব দিনে দিনে বেড়েই চলেছে এবং প্রত্যেকটি রাজ্যে তার আঁচ এসে পড়েছে। বাদ নেই উত্তর প্রদেশ, যেখানে প্রতিদিন হাজারো হাজারো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এবারে তাদের চিকিৎসা নিয়ে একটি বড় ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী জানালেন, কোন বেসরকারি হাসপাতাল করোনা রোগীদের ফিরিয়ে দিতে পারবে না। যদি সরকারি হাসপাতালের বেড না মেলে তাহলে বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা করানোর কথা জানালেন যোগী আদিত্যনাথ। তবে তিনি আশ্বাস দিয়েছেন, বেসরকারি হাসপাতালে যে বিল হবে তার খরচ বহন করবে উত্তরপ্রদেশ সরকার।
রোগীদের তৎক্ষণাৎ চিকিৎসা উপলক্ষে করানোর সমস্ত দায়িত্ব হাসপাতালের, এই ঘোষণা করলেন যোগী। যোগী আদিত্যনাথ বলেছেন, ইতিমধ্যেই ১৮ বছরের উর্ধ্বদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছি আমরা। ১ মে থেকে এই টিকাকরণ অভিযান শুরু হবে এবং ভারত সরকারের সমস্ত নির্দেশ পালন করার জন্য প্রস্তুতি নেয়া হবে উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে। এছাড়াও সারা রাজ্যে চলা টিকাকরণ অভিযানের জন্য ১ কোটি টাকা টিকার অর্ডার দিয়েছেন বলে জানিয়েছেন যোগী।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে এবারে তিনি সরাসরি জানিয়ে দিলেন, সরকারি হাসপাতালে সমস্ত করোনা রোগীর চিকিৎসা করতে হবে। তার পাশাপাশি সরকার বেসরকারি হাসপাতালে সমস্ত খরচ বহন করবে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের উপরে চিকিৎসা সমস্ত দায়িত্ব দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন যদি হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো গাফিলতি হয় তাহলে কিন্তু উত্তরপ্রদেশ সরকার ওই হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।