Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রেম করছেন রাণী রাসমণি খ্যাত অস্মি ঘোষ, প্রকাশ্যে আনলেন প্রেমিকের ছবি

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’-র ‘কুমারী’ অস্মি ঘোষ (Ashmi ghosh) -এর জন্মদিন ছিল 21 শে এপ্রিল। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় উপচে পড়েছিল তাঁর কমেন্ট বক্স। কিন্তু জন্মদিনে অনুরাগীদের সারপ্রাইজ দিলেন…

Avatar

জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’-র ‘কুমারী’ অস্মি ঘোষ (Ashmi ghosh) -এর জন্মদিন ছিল 21 শে এপ্রিল। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় উপচে পড়েছিল তাঁর কমেন্ট বক্স। কিন্তু জন্মদিনে অনুরাগীদের সারপ্রাইজ দিলেন অস্মি নিজেই। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে ভালোবাসায় ভরা বার্তা দিয়েছেন অস্মি।

জন্মদিনের ঘরোয়া পার্টিতে লাল গাউনে নজর কেড়েছেন অস্মি। নিজের প্রেমিককে জড়িয়ে ধরে ছবি শেয়ার করে অস্মি লেখেন, তাঁর প্রেমিক তাঁর জ্বালাতন সহ্য করেন, সারপ্রাইজ দিতে ভালোবাসেন তাঁকে। কিন্তু অস্মি কখনও কখনও তাঁর উপস্থিতির মূল্য দেন না। এই সুন্দর মনের মানুষটির ভালোবাসার মর্যাদা কোনোদিন দিতে পারবেন না বলে জানিয়েছেন অস্মি। অস্মির প্রেমিক শুভঙ্কর সাহা (shubhankar saha) পেশাদার ডান্সার, ভ্লগার ও ইউটিউবার। 2018 সাল থেকে শুভঙ্করের সঙ্গে সম্পর্কে রয়েছেন অস্মি। অস্মির জন্মদিনে শুভঙ্করও নিজেদের রোম‍্যান্টিক মুহূর্তের কোলাজ ভিডিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। অপরদিকে এইসব দেখে মজার ছলে ঐন্দ্রিলা সেন (oindrila sen) বলেছেন, তিনি এবার অস্মির কান মুলে দেবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অস্মি শিশুশিল্পী হিসাবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। প্রসেনজিৎ চ্যাটার্জি (prasenjit chatterjee) অভিনীত ফিল্ম ‘বিক্রম সিংহ: দি লায়ন ইজ ব্যাক ‘ -এ অভিনয় করেছেন অস্মি। এছাড়াও ‘শ্রীময়ী’ ধারাবাহিকে শ্রীময়ীর পরিচারিকা মিঠুদি-র মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অস্মি।

About Author