Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘সকলের সুস্থতা কামনা করি’, করোনা অতিমারীর কারণে চিন্তিত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার

করোনা অতিমারীর কারণে লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র। রণবীর কাপুর (Ranbir kapoor), আলিয়া ভাট (Alia bhatt), নীতু সিং (nitu singh), ক্যাটরিনা কাইফ (Katrina kaif), নীল নীতিন মুকেশ (Nil nitin mukhesh), পরেশ…

Avatar

করোনা অতিমারীর কারণে লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র। রণবীর কাপুর (Ranbir kapoor), আলিয়া ভাট (Alia bhatt), নীতু সিং (nitu singh), ক্যাটরিনা কাইফ (Katrina kaif), নীল নীতিন মুকেশ (Nil nitin mukhesh), পরেশ রাওয়াল (paresh Rawal), করোনার গ্রাস থেকে বাদ যাচ্ছেন না কেউই। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)। করোনা এড়াতে সলমন খান (salman khan) কাজ করছেন ‘বায়ো বাবল’- এ থেকে কাজ করছেন।

ভোপালে জ্বলছে গণচিতা। ভোটের আবহে কলকাতায় করোনা হয়ে উঠেছে সর্বগ্রাসী। ফলে এখনও অবধি প্রাপ্ত তথ্য অনুযায়ী ধাপার মাঠে জ্বলে উঠেছে গণচিতা। ধাপার মাঠে বাইরেও পড়েছে মৃতদেহের লাইন। এবিপি আনন্দে সম্প্রচারিত একটি রাজনৈতিক অনুষ্ঠানে চ্যানেলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে (suman dey) বলতে বাধ্য হয়েছেন, রাজনীতিবিদরা নিজেদের মধ্যে চাপান-উতোর শুরু করেছেন করোনা ছড়িয়ে পড়ার ঘটনা নিয়ে। প্রত্যেকেই বলছেন, তাঁরা নাকি ছোট মিটিং করছেন। কিন্তু মাস্ক ব্যবহারের বার্তা দিতে তাঁরা অপারগ। সুমন নিজেও করোনায় আক্রান্ত হয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’ করছেন। কোভিশিল্ড ও কোভ‍্যাক্সিন নিয়েও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ অনেকেই করোনার টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন। এই তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan singh), কৌশিক সেন (koushik sen), রেশমি সেন (Reshmi sen)-এর মতো ব্যক্তিত্বরা। উদ্বিগ্ন প্রশাসন ও সমাজ। সবার একটাই প্রশ্ন, আমরা বেঁচে থাকব তো?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমতাবস্থায় বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (Dilip kumar) টুইট করে ঈশ্বরের কাছে সকলের সুস্থতা প্রার্থনা করেছেন। দিলীপ কুমারের এই টুইটটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বলিউডের অনেকেই বলছেন, আগে প্রাণে বাঁচলে তবেই জীবনে এগোতে পারবেন। চারিদিকের খবরের জের বর্ষীয়ান মানুষদের মধ্যেও আতঙ্ক জাগিয়ে তুলছে, তা প্রমাণ করে দিল দিলীপ কুমারের এই টুইট। ভারতবার্তার তরফেও সবাইকে অনুরোধ করা হচ্ছে ভ‍্যাক্সিন নিয়ে বিভ্রান্ত হবেন না। প্রত্যেকে মাস্ক ব্যবহার করুন, যথাসম্ভব ভিড় এড়িয়ে চলুন। স‍্যানিটাইজার ব্যবহার করুন এবং প্রতি এক ঘন্টা অন্তর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। শরীর খারাপ লাগলে চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন।

About Author