Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

টিকা নিয়েও করোনায় আক্রান্ত কৌশিক সেন ও রেশমি সেন

গোটা দেশে করোনা ক্রমশ মহামারীর আকার ধারণ করেছে। প্রতিদিন আসছে একের পর এক টলিউড সেলিব্রেটির আক্রান্ত হওয়ার খবর। শুভশ্রী (subhasree ganguly), জিৎ (jeet), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee) সবাই করোনায় আক্রান্ত।…

Avatar

গোটা দেশে করোনা ক্রমশ মহামারীর আকার ধারণ করেছে। প্রতিদিন আসছে একের পর এক টলিউড সেলিব্রেটির আক্রান্ত হওয়ার খবর। শুভশ্রী (subhasree ganguly), জিৎ (jeet), আবীর চট্টোপাধ্যায় (Abir chatterjee) সবাই করোনায় আক্রান্ত। সম্প্রতি করোনায় প্রাণ হারিয়েছেন কবি শঙ্খ ঘোষ (shankha ghosh)। এবার অভিনেতা ঋদ্ধি সেন (Ridhdhi sen)-এর পরিবারেও থাবা বসালো করোনা। আক্রান্ত হলেন ঋদ্ধির বাবা কৌশিক (Kaushik sen) ও মা রেশমি (Reshmi sen)।অথচ গত 10 ই এপ্রিল করোনার টিকা নিয়েছিলেন কৌশিক ও রেশমি। করোনার টিকা নেওয়ার পর থেকেই তাঁরা শরীরে অস্বস্তি বোধ করছিলেন। এরপর কোভিড টেস্ট করালে কৌশিকের রিপোর্ট পজিটিভ আসে। গত 18 এপ্রিল রেশমির রিপোর্টেও দেখা যায়, তিনি পজিটিভ। এই মুহূর্তে কৌশিক ও রেশমি রয়েছেন হোম আইসোলেশনে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও পথ‍্য গ্রহণ করছেন তাঁরা। কৌশিক ও রেশমির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাঁদের ছেলে ঋদ্ধির কথা এখনও জানা যায়নি।অপরদিকে করোনায় আক্রান্ত হয়েছেন কৌশিক গাঙ্গুলী (Kaushik ganguly) ও চূর্ণী গাঙ্গুলী (churni ganguly)-র ছেলে উজান (ujan)। আক্রান্ত হয়েছেন অভিনেতা শান্তিলাল (shantilal)-এর ছেলে ঋতব্রত (ritobroto)।
About Author