Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরকারি চাকরি পেতে চান? আপনার কাছে থাকতে হবে এটি!

এসএসসির গ্রুপ ডি এর চাকরির ভুয়ো নথি নিয়ে এসএসসি ভবনে ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য এসে হাতেনাতে ধরা পড়ল এক চাকরিপ্রার্থী। এর আগে চাকরি দেওয়ার অভিযোগ এসেছে অনেক নেতার বিরুদ্ধে, এটা সকলের…

Avatar

এসএসসির গ্রুপ ডি এর চাকরির ভুয়ো নথি নিয়ে এসএসসি ভবনে ডকুমেন্টস ভেরিফিকেশন জন্য এসে হাতেনাতে ধরা পড়ল এক চাকরিপ্রার্থী। এর আগে চাকরি দেওয়ার অভিযোগ এসেছে অনেক নেতার বিরুদ্ধে, এটা সকলের প্রায় জানা। এবার অন্যরকম একটা ঘটনা ঘটল। চাকরিপার্থির নাম অরিজিৎ দাস। মেদিনীপুর এর নন্দীগ্রামের বাসিন্দা এই ব্যাক্তি। এক বছর আগে তিনি তমলুকের মধু নামে একজনকে নিয়ে সল্টলেক এসএসসি ভবনে এসেছিল। এখানে অরিজিৎ এর সাথে বিক্রম মন্ডল বলে একজনের সাথে আলাপ করায় মধু। 2016 তে গ্রুপ ডি পরীক্ষায় ফেল করে অরিজিৎ দাস। তারপর বিক্রম মন্ডল টাকার বিনিময়ে তার চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। চার লক্ষ টাকায় পুরো কন্ট্রাক্ট হয়। আগেই ২.৫ লক্ষ টাকা দিয়েছে। আজ দেড় লক্ষ টাকা বিক্রমকে দেওয়ার কথা ছিল। তার আগেই এসএসসি ভবনে ভুয়ো নথি সহ ধরা পড়ে অরিজিৎ দাস।

About Author