Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গুরুতর অসুস্থ মদন মিত্র, স্থানান্তরিত করা হলো বেসরকারি হাসপাতালে

গুরুতর অসুস্থ মদন মিত্র। গতকাল করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পরে তাকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেই সময় তার শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়েছিল। কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে…

Avatar

By

গুরুতর অসুস্থ মদন মিত্র। গতকাল করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পরে তাকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সেই সময় তার শ্বাসকষ্টের সমস্যা ধরা পড়েছিল। কিন্তু এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রচন্ড শ্বাসকষ্ট হতে শুরু হয়, এবং এই কারণে তাকে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, মদন মিত্রের বুকে বর্তমানে হাই রেজোলিউশন কম্পিউটেজ টোমোগ্রাফি করা হয়েছে। কামারহাটির এই হেভিওয়েট তৃণমূল প্রার্থী কিছুদিন হলো শ্বাসকষ্ট সমস্যায় ভুগছিলেন। পঞ্চম দফা ভোট মিটতে না মিটতেই তিনি দলীয় কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। তৎক্ষণাৎ তাকে অক্সিজেন দেওয়া হয় এবং স্থানীয় একটি বেসরকারী হাসপাতাল থেকে ডাক্তার এসে তাকে পরীক্ষা করে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিও মদন মিত্র নিজের প্রচারের সময় তেমন একটা করোনা ভাইরাসের বিধি মেনে চলছিলেন না। তাকে প্রচারে বেরোনোর সময় দেখা গিয়েছিল মাস্ক না পরতে। প্রথম অসুস্থ হবার দিন থেকেই তার চিকিৎসা চলছিল। তার অবস্থা মোটের উপর স্থিতিশীল ছিল। কিন্তু তারপর থেকে হঠাৎ তাঁর শারীরিক অবস্থা অবনতি হতে শুরু করে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে মদন মিত্রের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। অক্সিজেন লেভেল ৮০ এর নিচে চলে গেছে। ফলে তার প্রবল শ্বাসকষ্ট হচ্ছে। ইতিমধ্যেই করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

প্রায় প্রতিদিন লাখো লাখো মানুষ আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। তার সঙ্গে হাসপাতালে বেডের সংখ্যা এতটা কমে গিয়েছে, যে বর্তমানে করোনা রোগী তিলধারণের জায়গা পাচ্ছে না। এই পরিস্থিতিতে সমস্ত রকম প্রচার বাতিল করে দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এখনো তিন দফা ভোট বাকি রয়েছে। এই পরিস্থিতিতে, রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি আরো খারাপ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

About Author