Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্লাটফর্ম থেকে পড়ে যাওয়া শিশুকে প্রানে বাঁচাল এক রেল কর্মী, প্রশংসার ঝড় নেট দুনিয়ায়

এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো মুম্বাইয়ের ভাঙানি স্টেশন চত্বর। স্টেশন চত্বর তখন প্রায় সুনসান, একটা লোক বলতে ধারে কাছে নেই। মা ও ছেলে হেঁটে চলেছে সামনের দিকে অন্তত সিসিটিভি ক্যামেরাতে…

Avatar

এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো মুম্বাইয়ের ভাঙানি স্টেশন চত্বর। স্টেশন চত্বর তখন প্রায় সুনসান, একটা লোক বলতে ধারে কাছে নেই। মা ও ছেলে হেঁটে চলেছে সামনের দিকে অন্তত সিসিটিভি ক্যামেরাতে সেটাই ধরা পড়েছে। মা হাত ধরে থাকলেও মা বুঝতে পারেনি কখন তারা দুজনেই প্ল্যাটফর্মের একেবারে ধারে চলে এসেছেন। নিজের নতুন করে হাঁটতে হাঁটতেই মা হঠাৎ করে খেয়াল করলেন তার পাশে তার সন্তান পড়ে গেছে রেল লাইনের উপরে। কি করবেন বুঝতে পারছিলেন না উল্টো দিক থেকে ছুটে আসছিল এক এক্সপ্রেস ট্রেন। এইরকম সময়ে প্লাটফর্ম থেকে ছুটে রেললাইনের ওপর এ নেমে গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে রিয়েল হিরো তকমা পেলেন রেলকর্মী ময়ূর শেলখে।

মুম্বাইয়ের এই অখ্যাত রেলস্টেশনের নাম আগে কেউ কোনদিন শুনেছেন বলে কারোর জানা নেই। তবে এই ঘটনার জন্য এই রেল স্টেশনটি এবং রেল কর্মীদের রাতারাতি সকলের কাছে চলে গেছে তা হয়তো এই রেলকর্মী কোনদিন বুঝতেও পারেনি। ঘটনাটি দেখলে মনে হবে যেন কোন হলিউডের সিনেমার শুটিং চলছে। পুরো ভিডিওটি দেখলেও রীতিমতো গায়ের লোম খাড়া হয়ে যাবার জোগাড়। আপনি প্রথমে বুঝতেই পারবেন না যে বাচ্চাটিকে আসলে বাঁচানো সম্ভব হবে কিনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

একদম শেষ মুহূর্তে দেখা যাবে ট্রেন যখন একদম কাছে চলে এসেছে ঠিক সেই মুহূর্তে এই রেলকর্মী মানুষটি ভগবানের মতো আবির্ভাব হয়ে বাচ্চাটিকে প্লাটফর্মে তুলে নিজেও প্লাটফর্মে উঠে বাঁচাতে প্রাণ রক্ষা করলেন। নিজের জীবনকে বাজি রেখে এই বাচ্চাটিকে বাঁচানোর কাজের জন্য ছুটে গেলেন এই রেলকর্মী। পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এরপর কেন্দ্রীয় রেলমন্ত্রী টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হলে ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করে নেটিজেনদের কাছে। পরে রেলের তরফ থেকে এমন ভগবানরূপী মানুষটিকে সংবর্ধনা জানানো হয়।

About Author