উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভোট প্রচার করতে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পরলেন বিজেপির তারকা প্রচারক তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে রোড শো করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী। বিজেপি জানাচ্ছে, এর জন্য তিনি তার রোড শো শেষ করতে পারেনি আজকে। তৎক্ষণাৎ তাকে বিশেষ করে করে কলকাতায় নিয়ে আসা হয় এবং চিকিৎসকের পরামর্শ মতো আপাতত তিনি রয়েছেন।
চিকিৎসকরা বলছেন, বয়স একটু বেশি হয়ে যাবার কারণে এবং অত্যধিক গরম এর কারণে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল মিঠুনের। এই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সুদর্শনপুর এলাকা থেকে বিজেপি প্রার্থী কে নিয়ে রোড শো করার জন্য নির্বাচিত গাড়িতে উঠে পড়েন মিঠুন চক্রবর্তী। কিন্তু যেই শিলিগুড়ি মোড়ে সেই গাড়ি পৌঁছায়, তখনই হঠাৎ করে গাড়ি থেকে নেমে পড়েন মিঠুন চক্রবর্তী। তখন তার শরীর খারাপ অনুভব হয় এবং তড়িঘড়ি তাকে কপ্টারে করে কলকাতায় নিয়ে আসা হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমিঠুন চক্রবর্তী সম্পূর্ণ রোড শো শেষ না করতে পারলেও, কলকাতা নিয়ে যাওয়ার পরে আবারও রোড শো শুরু করা হয়। রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী বললেন, “মিঠুন চক্রবর্তী অসুস্থ বোধ করার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে।” তবে মিঠুনের এই অসুস্থতার কারণে বেশ উদ্বিগ্ন রয়েছে মিঠুনের ভক্তরা। তার পাশাপাশি বিজেপির শীর্ষস্থানীয় নেতারা সময় সময় করে মিঠুন চক্রবর্তীর আপডেট নিচ্ছেন।