Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সবচেয়ে সস্তায় সেরা ৩ জিবির প্ল্যান নিয়ে হাজির Jio

Jio VS Airtel এর লড়াই আজকের নয়! একের পর এক জনপ্রিয় প্রিপেইড এবং পোস্ট পাইড প্ল্যান লঞ্চ করে দুটি টেলিকম সংস্থার সম্মুখ সমরে নেমে পড়েছিল অনেক দিন আগে থেকেই। এর…

Avatar

Jio VS Airtel এর লড়াই আজকের নয়! একের পর এক জনপ্রিয় প্রিপেইড এবং পোস্ট পাইড প্ল্যান লঞ্চ করে দুটি টেলিকম সংস্থার সম্মুখ সমরে নেমে পড়েছিল অনেক দিন আগে থেকেই। এর সাথে আবার দেশে 5G চালুর বিষয়েও টক্কর চালাচ্ছে Jio এবং Airtel এই দুই টেলিকম কোম্পানি। কোনও কোনও প্ল্যানের বৈধতা বেশি কোনও প্ল্যানের বৈধতা কম। আজ আমরা আলোচনা করতে চলেছি Jio এবং Airtel এর সস্তা এবং সেরা ৩ জিবি প্ল্যান সম্পর্কে,

Jio এর ৩৪৯ প্রিপেইড রিচার্জ প্ল্যান
এই প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা পেতে চলেছেন ২৮ দিনের বৈধতা। সাথে গ্রাহকদের জন্য রয়েছে প্রতিদিনের ৩ জিবি ডেটা। অর্থাৎ ২৮ দিনে গ্রাহক পাবেন ৮৪ জিবি ডেটার সুবিধা। দেশের যে কোনও প্রান্তে যে কোনও নেটওয়ার্কে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েজ কলিং এর সুবিধা ও দেওয়া হচ্ছে। কেবল তাই নয়, রয়েছে প্রতিদিনের ১০০ টি sms এর সুবিধাও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Airtel এর ৩৯৮ টাকার প্রিপেইড প্ল্যান
এই প্ল্যানে গ্রাহক পেতে চলেছেন ২৮ দিনের বৈধতা। সাথে রয়েছে প্রতিদিনের ৩ জিবি ডেটার সুবিধা। অর্থাৎ ২৮ দিনে গ্রাহক পাবেন ৮৪ জিবি ডেটার সুবিধা। দেশের যে কোনও প্রান্তে যে কোনও নেটওয়ার্কে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েজ কলিং এর সুবিধা ও দেওয়া হচ্ছে। কেবল তাই নয়, রয়েছে প্রতিদিনের ১০০ টি sms এর সুবিধাও। সাথে রয়েছে Amazon Prime এর ৩০ দিনের ফ্রি সাবস্ক্রিপশন। অন্যদিকে গ্রাহক পবেন Airtel Xstream এবং Wink Music এর ফ্রি সাবস্ক্রিপশনও।

About Author