Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লড়াইয়ে না পেরে বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপি, অভিযোগ মমতার

বাংলায় লড়াই করতে না পেরে করোনাভাইরাস ছড়িয়ে দিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এরকমই চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদীয়া নবদ্বীপের ভোটের প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অভিযোগ…

Avatar

By

বাংলায় লড়াই করতে না পেরে করোনাভাইরাস ছড়িয়ে দিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। এরকমই চাঞ্চল্যকর দাবি করলেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদীয়া নবদ্বীপের ভোটের প্রচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অভিযোগ করলেন। তিনি আরো জানাচ্ছেন এবারে, এই নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কোন একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত। মমতা বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার প্যান্ডেল তৈরি করতে বাইরে থেকে লোকজন নিয়ে আসা হচ্ছে। বাইরে যাচ্ছে করোনার পরিস্থিতি খুব একটা ভালো না। তাই বহিরাগত এসে এই রাজ্যে করোনাভাইরাস এর পরিস্থিতি আরো খারাপ করে দিচ্ছে।

তিনি আরো বলেছেন যারা এ রাজ্যের বাসিন্দা নয় সেই সমস্ত বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, প্রধানমন্ত্রী ভোটের প্রচারে আসতেই পারেন কিন্তু তার সভায় প্যান্ডেল তৈরীর জন্য বাইরের লোক আসবে কেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, পাঁচ-ছয় মাস করোনাভাইরাস এর কোনো ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গে। বিনামূল্যে করোনা টিকা দেওয়ার অনুমতি চাওয়া হয়েছিল কিন্তু রাজনীতি করে অনুমতি দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই অভিযোগের জবাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন, এটা স্রেফ মমতা বন্দ্যোপাধ্যায় এর একটা প্রচার। এবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গো হারান হারবেন তাই হারের একটা যুক্তি খোঁজার চেষ্টা করছেন তিনি। করোনাভাইরাস এর জন্য ভারতীয় জনতা পার্টি কে দায়ী করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি বহিরাগত আসেই তাহলে তার হাতে তো সমস্ত ক্ষমতা রয়েছে, তিনি কেন রিপোর্ট তৈরি করতে পারছেন না।

About Author