Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জন্মদিনের পার্টিতে গোলাপি বিকিনি পরে নাচলেন মন্দিরা, ট্রোলিং শুরু নেটদুনিয়ায়

ডিডি ন‍্যাশনালের বিখ্যাত সিরিয়াল ‘শান্তি'-র মাধ্যমে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন মন্দিরা বেদী (Mandira Bedi)। এরপর হঠাৎই হারিয়ে যান তিনি। তবে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ফিল্মের মাধ্যমে মন্দিরার কয়েক ঝলক দেখেছিলেন…

Avatar

ডিডি ন‍্যাশনালের বিখ্যাত সিরিয়াল ‘শান্তি’-র মাধ্যমে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন মন্দিরা বেদী (Mandira Bedi)। এরপর হঠাৎই হারিয়ে যান তিনি। তবে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ ফিল্মের মাধ্যমে মন্দিরার কয়েক ঝলক দেখেছিলেন দর্শকরা। তারপর মন্দিরার আবারও অতলে তলিয়ে যাওয়া। কিন্তু আটপৌরে মেয়ে মন্দিরার জন্য ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। তাই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের হাত ধরে চূড়ান্ত স্টাইলিশ হয়ে ফিরে এলেন মন্দিরা। ক্রিকেট বিশেষজ্ঞদের সঙ্গে যখন তিনি ম্যাচ নিয়ে আলোচনা করতেন, তখন দর্শকদের চোখ আটকে থাকত তাঁর নিত্যনতুন ব্লাউজের ফ্যাশনে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সঞ্চালনাও করেছেন মন্দিরা। এমনকি কয়েকটি ফিল্মে অভিনয় করেছেন তিনি। ফিটনেস ফ্রিক মন্দিরার ইন্সটাগ্রাম ভর্তি রয়েছে ওয়ার্কআউট ভিডিওয়।

রাজ কোশল (Raj koshal)-এর স্ত্রী, বীর (veer) ও তারা (tara)-র মা মন্দিরা দেখতে দেখতে পার করে দিলেন 49 টি বসন্ত। তাঁর 49 তম জন্মদিনে গ‍্যাং অফ গার্লস-এর সঙ্গে পার্টি করলেন মন্দিরা। পার্টিতে ‘নিউ ইয়র্ক সিটি’ গানের সঙ্গে তৈরী ইন্সটাগ্রাম রিলে তুমুল নেচেছেন মন্দিরা ও তাঁর বান্ধবীরা। মন্দিরার পরনে ছিল গোলাপি রঙের বিকিনি। সমস্যার শুরু এখানেই। ভিডিওটি ভাইরাল হতেই নীতিবাগীশ নেটিজেনরা মন্দিরার ‘বিকিনি ডান্স’-কে অশ্লীল বলছেন। অনেকে বলছেন, তাঁর বাড়িতে এনসিবি রেইড করা উচিত। মন্দিরাকে কটুক্তি করেছেন কয়েকজন মহিলাও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিন্তু ম্যান্ডি বেদীর থোড়াই কেয়ার এইসব ট্রোলারদের। তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। উপরন্তু তিনি তাঁর মতো করে ইন্সটাগ্রামে কোটেশন, ছবি শেয়ার করে চলেছেন। মন্দিরার জন্মদিনে সুরকার বিশাল দাদলানি (vishal Dadlani),অভিনেতা অর্জুন বিজলানি(Arjun vijlani), অভিনেত্রী মৌনি রায় (Mouni Roy), অভিনেত্রী আশকা গোরাদিয়া (Aashka Goradia) মন্দিরাকে শুভেচ্ছা জানিয়েছেন।

About Author