সেখান থেকে প্রচুর ইন্সটাগ্রাম রিল ও ছবি শেয়ার করছেন সারা। এর মধ্যে সারা ও ইব্রাহিমের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে সারাকে দেখা যাচ্ছে স্নো বাইকিং করতে। ইব্রাহিমের মুখ দেখে মনে হচ্ছে, দিদির কান্ড দেখে তিনি খুবই চিন্তিত। সারার পরনে গ্রে রঙের পুলওভার ও নীল ডেনিম এবং গ্রে রঙের বুটস। সারার চোখে রয়েছে মিরর গ্লাস। গুলমার্গের বরফ যে সারা ভালোই এনজয় করছেন, তা বোঝা যাচ্ছে। তবে এবার অমৃতা তাঁদের সঙ্গে যাননি। তিনি মুম্বইতে রয়েছেন।
ছুটি নিয়ে মা ও ভাইয়ের সাথে বরফের দেশে অভিনেত্রী সারা আলি খান
অমৃতা সিং (Amrita singh)নিজের ছেলে ইব্রাহিম (Ibrahim khan) ও মেয়ে সারা (sara ali khan)-কে আঁকড়ে প্রতিটি মুহূর্ত বাঁচেন। সম্প্রতি ইন্সটাগ্রামে সারা ও ইব্রাহিমের স্কুলজীবনের ছবি শেয়ার করেছেন অমৃতা। ছবির সারা…

আরও পড়ুন