Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাসে খরচ ৫০ টাকার কম, প্রতিদিন ১ জিবি ডেটা অফার করছে BSNL

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থাগুলি একের পর এক আকর্ষণীয় অফার প্রদানের মাধ্যমে গ্রাহকদের প্রায়ই নজরকাড়ার চেষ্টা করে থাকে। তা সে সরকারি হোক কিংবা বেসরকারি। তবে এমন অবস্থায় Jio, Airtel অথবা…

Avatar

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থাগুলি একের পর এক আকর্ষণীয় অফার প্রদানের মাধ্যমে গ্রাহকদের প্রায়ই নজরকাড়ার চেষ্টা করে থাকে। তা সে সরকারি হোক কিংবা বেসরকারি। তবে এমন অবস্থায় Jio, Airtel অথবা VI এর মতো বেসরকারি সংস্থাগুলির একাধিক লোভনীয় প্ল্যানের সাথে টেক্কা দিতে পারছেনা সরকারি টেলিকম সংস্থা BSNL। সেই কারণেই এখন পুরানো প্ল্যানের সাথে তারা যোগ করছে একের পর এক আকর্ষণীয় অফার।

একাধিক প্ল্যান যোগ করার মাধ্যমে গ্রাহকদের মন জয় করার জন্য মরিয়া হয়ে উঠেছে সরকারি এই সংস্থা। সম্প্রতি BSNl এর পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে ৪৭ টাকার এক রিচার্জ প্ল্যান। সেই প্ল্যানে একাধিক আকর্ষণীয় ফিচার গ্রাহককে প্রদান করতে চলেছে কোম্পানি। আর এই প্ল্যান যে প্রতিযোগীদের জোর ধাক্কা দেবে, তা আর বলার অপেক্ষা রাখেনা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

BSNL এর ৪৭ টাকার প্রিপেইড প্ল্যান
কেবল ৪৭ টাকার বিনিময়ে গ্রাহক এই প্ল্যান পেতে চলেছেন প্রতিদিনের ১ জিবি ডেটা। বলা বাহুল্য, এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। অর্থাৎ এই ২৮ দিনের প্রতিদিন গ্রাহককে দেওয়া হবে ১ জিবি করে ডেটা। অর্থাৎ পাবেন মোট ২৮ জিবি ডেটা। সেই হিসেবে ১.৬৭ টাকায় এক জিবি ডেটা গ্রাহককে প্রদান করছে এই সরকারি টেলিকম সংস্থা তথা BSNL। এর সাথে রয়েছে আনলিমিটেড কলিং এর সুবিধা। তবে এখানেই শেষ নয়। এই প্ল্যানে গ্রাহককে প্রতিদিনের ১০০ টি করে sms এর সুবিধা ও প্রদান করছে কোম্পানি। বলা যেতে পারে যে, এটি কোম্পানির একটি মাস্টারস্ট্রোক। বলা দিন ধরেই, Jio এর মতো বাকি কোম্পানিগুলিকে টক্কর দেওয়ার প্রচেষ্টা করছে BSNL। এই প্ল্যান সেই প্রচেষ্টাকে অনেকটাই সফল করে তুলবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

About Author