একুশে বাংলা বিধানসভা নির্বাচন চলছে জোরকদমে। আজ ১০ এপ্রিল চতুর্থ দফা ভোটগ্রহণ হতে চলেছে। এই চতুর্থ দফা নির্বাচনের প্রচারের জন্য গেরুয়া শিবির গতকাল বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে এসেছিল। তিনি গতকাল কলকাতার ভবানীপুরে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। তিনি ভবানীপুরে ছোট ছোট গলিতে ঢুকে সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শুনেন। তিনি প্রত্যেক বাড়ির মহিলার হাতে বিজেপির সংকল্পপত্র তুলে দেন। এছাড়াও তিনি এদিন বিজেপি জিতলে কলকাতার উন্নয়নের খতিয়ান জনসাধারণের কাছে তুলে ধরেন।
আসলে গতকাল প্রচার শুরুর আগেই সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেছেন, “একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করলে কলকাতাকে দ্বিতীয় আর্থিক রাজধানী করা হবে। এই কাজের জন্য একটি কমিটি গঠন করা হবে যারা কলকাতাকে রাজধানী করার কাজ দ্রুততার সাথে সম্পন্ন করবে। কলকাতা স্টক এক্সচেঞ্জের পুনর্জীবনের জন্য বিনিয়োগ করা হবে। বাস, মেট্রো ও ট্রেনের জন্য স্মার্টকার্ড তৈরি করা হবে। আদিগঙ্গার সংস্কার করা হবে। কলকাতায় অপরাধ কমানোর জন্য প্রত্যেকটি গলিতে সিসিটিভি ক্যামেরাতে মুড়ে ফেলা হবে।”
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএছাড়াও তিনি বলেছেন যে কলকাতা বর্তমানে সিটি অফ জয়। কিন্তু বিজেপি সরকার জিতলে এই কলকাতা শহরকে তারা সিটি অফ ফিউচার বানাবে। তারা এই শহরে ২২ হাজার কোটি টাকা বিনিয়োগ করে শহরকে আরো উন্নত করবে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল ভবানীপুরে অমিত শাহ বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের হয়ে প্রচার করতে এসেছিলেন। এই ভবানীপুর মমতার পুরনো কেন্দ্র হলেও বিজেপি এই কেন্দ্রে প্রচারে কোন খামতি রাখেনি।