Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অনুমতি ছাড়া রোড শো করেছেন শ্রাবন্তী, পর্ণশ্রী থানার এফআইআর দায়ের করল পুলিশ

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চতুর্থ দফা ভোটের জন্য প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। বিভিন্ন জায়গায় জনসভায় এবং রোড শো করে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চতুর্থ দফা ভোটের জন্য প্রচারে ঝড় তুলেছে গেরুয়া শিবির। বিভিন্ন জায়গায় জনসভায় এবং রোড শো করে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে বিজেপি। এরইমধ্যে আজ সকালে বিজেপি তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও পায়েল সরকারের বেহালা থেকে রোড শো করার কথা ছিল। বেহালা পূর্বের বিজেপি প্রার্থী হয়েছেন পায়েল সরকার এবং বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু তাদের আজ রোড শো করার কথা থাকলেও পুলিশের তরফে তাদের রোড শো করার অনুমতি দেওয়া হয়নি। আজকে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সাথে শ্রাবন্তী চট্টোপাধ্যায় রোড শো করার কথা ছিল।আগামী ১০ তারিখে চতুর্থ দফা বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হবে। ভোটের আগে বেহালায় শেষদিনের প্রচার করতে বেরোয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি সুবিধা অ্যাপে পুলিশের থেকে অনুমতি চাইলেও পুলিশ ইচ্ছাকৃতভাবেই অনুমতি দেয়নি বলে অভিযোগ বিজেপির। তারপর অনুমতি ছাড়াই রোড শো করার পর শ্রাবন্তীর বিরুদ্ধে পর্ণশ্রী থানাতে এফআইআর দায়ের করেছে পুলিশ। নির্বাচনের আগে শেষ দিনে এসে প্রচার করতে বাধা পড়ায় রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।তবে উল্টোদিকে পুলিশ দাবি করেছে, অশান্তি হতে পারে এই আশঙ্কায় শ্রাবন্তীকে আজ রোড শো এর অনুমতি দেওয়া হয়নি। কিন্তু তিনি অনুমতি ছাড়াই প্রচারে নামায় তার বিরুদ্ধে পর্ণশ্রী থানা তে এফআইআর দায়ের করা হয়েছে। আর এতেই বেজায় চটেছেন বিজেপি কর্মী সমর্থকরা। ইতিমধ্যেই ঘটনা প্রসঙ্গে হস্তক্ষেপ করেছে নির্বাচন কমিশন। অবশ্য কোন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করেনি। স্বতঃপ্রণোদিত ভাবে ঘটনা রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে কলকাতা পুলিশ রিপোর্ট জমা করেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
About Author