প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের আগাম জামীন বাতিল করলো দিল্লী হাইকোর্ট আর তাতে সীলমোহর দিল সুপ্রীম কোর্ট। প্রসঙ্গত, আর্থিক কেলেঙ্কারির দায়ে চলতি সপ্তাহে তাকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইএর জেরাতে কোন প্রকার নাক গলবেনা বলে জানিয়ে দিয়েছে সুপ্রীম কোর্টের বিচারপতি। তবে কোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ পুরলো চিদম্বরমের উকিল কপিল সিব্বলের।
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পি চিদম্বরম!
প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের আগাম জামীন বাতিল করলো দিল্লী হাইকোর্ট আর তাতে সীলমোহর দিল সুপ্রীম কোর্ট। প্রসঙ্গত, আর্থিক কেলেঙ্কারির দায়ে চলতি সপ্তাহে তাকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআইএর জেরাতে কোন প্রকার নাক…
