Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

তৃণমূলের হয়ে জোরকদমে প্রচার, নরেন্দ্র মোদিকে একহাত নিলেন অভিনেত্রী লাভলি

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবারের প্রার্থী হয়েছেন তৃণমূলের হয়ে লাভলি মৈত্র। তিনি এর আগে জলনুপুর ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে লাভলী মৈত্র প্রচারের একেবারে চরমপর্যায়ে রয়েছেন। তিনি প্রত্যেকটি জনসভায়…

Avatar

By

সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে এবারের প্রার্থী হয়েছেন তৃণমূলের হয়ে লাভলি মৈত্র। তিনি এর আগে জলনুপুর ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে লাভলী মৈত্র প্রচারের একেবারে চরমপর্যায়ে রয়েছেন। তিনি প্রত্যেকটি জনসভায় গিয়ে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে চলেছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি প্রকল্প নিয়ে প্রশংসায় তিনি পঞ্চমুখ।

এদিন একটি জনসভায় গিয়ে দিদির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে লাভলী মৈত্র। মনোনয়ন জমা দেওয়ার সময় লাভলী সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার বলেন, “দলের এতজন কর্মী-সমর্থকের ভালোবাসা এবং সম্মান পেয়ে আমি আপ্লুত। জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী। বিরোধী দলের কোনো ক্যাপ্টেন নেই এবং খেলোয়াড় নেই। সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে মে মাসের ২ তারিখ।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে লাভলী মৈত্র বিজেপিকে ঠেস দিয়ে বললেন, ‘বিজেপিকে কেন ভোট দেওয়া উচিত নয়? খুবই সহজ উত্তর, বিজেপিকে ভোট দিলে মানুষ ঠকবেন।আমি শুনেছি নাকি আমাদের প্রধানমন্ত্রী ১০ লক্ষ টাকার সুট পড়েন। পাশাপাশি তিনি মানুষকে ১৫ লক্ষ টাকার টুপি পরান। মানুষের প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি রাখেন না।”

তিনি আরো বলেন, “গত লোকসভা ভোটে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছিলেন ওদের প্রার্থীরা। মানুষ বিশ্বাস করে তাদের ১৮ টি আসন পাইয়ে দিয়েছিল। কিন্তু তারপর থেকে তাদের আর দেখা যাচ্ছে না। প্রতিশ্রুতি পালন থেকে অনেকটা দূরে আছে। প্রতিশ্রুতি পালন শুধুমাত্র করে তৃণমূল সরকার। এছাড়া বিজেপি মহিলাদের কখনো সম্মান করতে পারেনা। দেখুন না, আমাকেই অমুকের স্ত্রী বলে বারবার চিহ্নিত করছে। মেয়েদের আলাদা পরিচিতি হোক সেটাই ওরা চায় না। মা বোনদের সম্মান করতে যারা পারেনা, তাদের ভোট দেওয়ার কোনো মানে হয় না।”

About Author