Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বিয়ের পর স্বামীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত, ছবি শেয়ার করলেন শুভশ্রীর দিদি দেবশ্রী

গত শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। পাত্র, দীর্ঘদিনের বন্ধু এবং প্রেমিক অমিত ভাটিয়া। সবে সবে সাত পাকে বাঁধা পড়েছেন দেবশ্রী, তাই এখন গঙ্গোপাধ্যায় পরিবারে…

Avatar

By

গত শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। পাত্র, দীর্ঘদিনের বন্ধু এবং প্রেমিক অমিত ভাটিয়া। সবে সবে সাত পাকে বাঁধা পড়েছেন দেবশ্রী, তাই এখন গঙ্গোপাধ্যায় পরিবারে একেবারে খুশির হাওয়া। আর এবারে বিয়ের পর শনিবার স্বামীর সঙ্গে প্রথম ছবি ইনস্টাগ্রামে আপলোড করলেন দেবশ্রী।অমিত ভাটিয়ার সঙ্গে দেবশ্রী গাঙ্গুলীর আলাপ প্রায় ২০১৪ নাগাদ। তারা এক অফিসে কাজ করতেন। তারপর ২০২১ এর ১৪ ফেব্রুযারি অমিত তার বহুদিনের বন্ধু দেবশ্রী কে প্রপোজ করেন। তারপরই তাদের বিয়ের দিন ফিক্স করা হয়। আর শুক্রবার ছিল সেই শুভদিন। কিন্তু রাজনৈতিক প্রচারে ব্যস্ত থাকার কারণে শ্যালিকার বিয়েতে উপস্থিত ছিলেন না রাজ চক্রবর্তী। তবে আমরা শুভশ্রী, তার বাবা-মাকে উপস্থিত থাকতে দেখেছি।বিয়ের পর শনিবার তার স্বামীর সাথে প্রথম ছবি আপলোড করলেন দেবশ্রী গঙ্গোপাধ্যায় ভাটিয়া। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছেন অমিত ভাটিয়া। আর অপরদিকে অমিতকে জড়িয়ে ধরে রয়েছেন দেবশ্রী। দেবশ্রীর হাতে মেহেন্দি এবং সাদা লাল চুড়ি রয়েছে। তার সঙ্গে ক্যাপশনে রয়েছে জাব তাক হে জান ছবির, “সাঁস মে তেরি সাঁস মিলি তো মুঝে সাঁস আয়ী”।
অন্যদিকে ইনস্টাগ্রামে দিদিকে একটা বিয়ের শুভেচ্ছা জানানোর একটি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, ‘এটা একটা নতুন পথচলা শুরু। তোমার সমস্ত আশা এবং স্বপ্ন বাস্তব হোক। আজ থেকে শুরু আমার প্রিয় দিদি দেবশ্রীর নতুন জীবন। পরিবারে স্বাগত জামাইবাবু।”
About Author