Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভুয়ো ভোটারকার্ড নিয়ে ভোটের লাইনে এক ব্যক্তি, গ্রেফতার করল পুলিশ

একুশের বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে আজ মমতা বনাম শুভেন্দু মহাযুদ্ধ প্রসঙ্গ নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। গতকাল থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে রীতিমতো সিল করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্থলপথে…

Avatar

একুশের বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে আজ মমতা বনাম শুভেন্দু মহাযুদ্ধ প্রসঙ্গ নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। গতকাল থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে রীতিমতো সিল করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্থলপথে নাকা চেকিং এবং আকাশপথে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে নজরদারি চলছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী এলাকায় এলাকায় রুট মার্চ করছে। আসলে দ্বিতীয় দফা নির্বাচনে মমতা বনাম শুভেন্দুর মহাযুদ্ধ যে হাইভোল্টেজ লড়াই হবে তা নিয়ে সন্দেহ নেই কারোর। তবে এত নিরাপত্তার মাঝেও আজ সকালে ভোটগ্রহণ কেন্দ্র থেকে এক জনৈক ব্যক্তিকে নকল ভোটারকার্ড দিয়ে ভোট দিতে চাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজারামচকে এক জনৈক ব্যক্তি সকাল সকাল ভোটের লাইনে গিয়ে দাঁড়িয়েছিল। তারপর থেকেই সে বারংবার ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করে। এই ব্যাপারটা পুলিশ বুঝতে পারলে সেখানে কর্মরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার কাছে এসে ভোটার কার্ড দেখতে চায়। সে যে ভোটার কার্ড দেখায় তা ভুয়ো ভোটার কার্ড ছিল। ভুয়ো ভোটার কার্ড রাখা ও অন্যান্য ভোটারদের প্রভাবিত করার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে কোন দলের সাথে এই ব্যক্তির যোগ আছে তার তদন্ত করছে পুলিশ।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, সকাল থেকে নন্দীগ্রামে বেলা ১১ টা পর্যন্ত ৩৪.১২ শতাংশ ভোট পড়েছে। সকাল সকাল বাইকে চড়ে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে ভোট দিয়েছেন গেরুয়া সৈনিক শুভেন্দু অধিকারী। তিনি ভোটদান করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে কটাক্ষ করে বলেছেন, “আন্টিকে বলব উত্তেজনা ছড়াবেন না। শান্তিপূর্ণভাবে ভোট করতে দিন।”

About Author