Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভোটকেন্দ্র ৭৬ নম্বর বুথ, সকাল সকাল লাইন দিয়ে ভোট দেবেন শুভেন্দু অধিকারী

রাত পোহালেই নির্বাচন শুরু নন্দীগ্রামে। আগামীকাল দ্বিতীয় দফা নির্বাচনে মোট ৪ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব চলবে। কিন্তু তার মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রাম কেন্দ্রে। এই…

Avatar

রাত পোহালেই নির্বাচন শুরু নন্দীগ্রামে। আগামীকাল দ্বিতীয় দফা নির্বাচনে মোট ৪ টি জেলার ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণপর্ব চলবে। কিন্তু তার মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রাম কেন্দ্রে। এই বিধানসভা কেন্দ্রে ঘাসফুল শিবিরের সৈনিক হয়ে দাঁড়িয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অপরদিকে গেরুয়া সৈনিক হয় বিজেপি প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল মমতা বনাম শুভেন্দুর লড়াইয়ের জন্য রীতিমতো মুখিয়ে আছে বঙ্গবাসী। এরইমধ্যে জানা গিয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার একদম সকাল সকাল ভোট দিয়ে আসবেন। তিনি এই প্রথম নন্দীগ্রাম কেন্দ্রের ভোটার হয়ে ভোট দিচ্ছেন।

জানা গিয়েছে, আগামীকাল শুভেন্দু অধিকারী ভোট শুরু হওয়ার সময় অর্থাৎ সকাল ৭ টায় ভোট দিয়ে দেবেন। তিনি শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে সকাল সকাল নন্দনায়কবাড়ি প্রাথমিক স্কুলের বুথে লাইনে দাঁড়িয়ে পড়তে চান। তিনি ৭৬ নম্বর বুথে ভোট দেবেন। তারই এক অনুগামী জানিয়েছে, “দাদা এমনিতেই সকাল সকাল উঠে যান। আগামীকাল সকাল সকাল উঠে স্নান করে তিনি ভোট দিতে আসবেন। ৬ টার মধ্যে ভোটকেন্দ্রে এসে তিনি লাইনে দাঁড়িয়ে যাবেন।”তবে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী এই প্রথমবার ভোটার। এর আগে তিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এবং নন্দীগ্রামের রাজ্য সরকারের মন্ত্রী হয়েছিলেন। কিন্তু এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তিনি নন্দীগ্রামের ভোটার হয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনের আগের দিন থেকেই নন্দীগ্রামে বর্জ্যআঁটুনি নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। জলে-স্থলে এবং আকাশে সব জায়গায় নজরদারি রাখছে কেন্দ্রীয় বাহিনী। স্থলপথে সব জায়গায় চলছে নাকা চেকিং। এছাড়া আকাশে সর্বদা হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে নজরদারি রাখা হচ্ছে। গোটা নন্দীগ্রাম জুড়ে ১৪৪ ধারা জারি করে দেয়া হয়েছে যার জন্য ৫ জনের বেশী মানুষ জমায়েত করতে পারছে না। বহিরাগতদের নন্দীগ্রামে আজ নো এন্ট্রি। শুধুমাত্র নন্দীগ্রামের ভোটাররা আজ অঞ্চলে প্রবেশ করতে পারছে। রীতিমতো সিল করে দেয়া হয়েছে নন্দীগ্রামকে।

About Author