Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাশ্মীরে শহীদ বাংলার সন্তান, শোকের ছায়া ধুপগুড়ির জওয়ান পরিবারে

কাশ্মীর সীমান্তে আবারও শহীদ একজন বাঙালি। ঘটনাটি ঘটেছে শ্রীনগর বারামুল্লা জাতীয় সড়কের উপরে। সেখানে বিগত ২৫ মার্চ তারিখে টহল দিচ্ছিলেন সিআরপিএফ এর ৭৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সেই সময় আচমকা সিআরপিএফের…

Avatar

By

কাশ্মীর সীমান্তে আবারও শহীদ একজন বাঙালি। ঘটনাটি ঘটেছে শ্রীনগর বারামুল্লা জাতীয় সড়কের উপরে। সেখানে বিগত ২৫ মার্চ তারিখে টহল দিচ্ছিলেন সিআরপিএফ এর ৭৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। সেই সময় আচমকা সিআরপিএফের কনভয়ের উপরে এলোপাথারি গুলি শুরু হয়। অভিযোগ উঠে লস্করের জঙ্গিদের উপরে। এই গুলির ধাক্কায় উত্তরবঙ্গের ধুপগুড়ির বাসিন্দা জগন্নাথ রায় গুরুতর আহত হন।হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তবে খবর পাওয়া যায়, তিনি চিকিৎসায় সাড়া দিয়েছিলেন। কিন্তু হঠাৎই সব শেষ! মৃত্যুর কোলে ঢলে পড়লেন জগন্নাথ। এখন জগন্নাথের পাড়ায় একেবারে শ্মশানের নিস্তব্ধতা। জগন্নাথের আহত হবার খবর জানার পরে গত শনিবার তার দাদা, শ্যালক এবং পরিবারের আরও তিনজন সদস্য কাশ্মীর সেনা হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন। পরিবার সূত্র থেকে জানা গিয়েছে, জগন্নাথ বেশ কিছুদিন হল চিকিৎসায় সাড়া দিয়েছিলেন।তিনি সোমবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন জগন্নাথ। বাড়িতে তিনি রেখে গেলেন তার মা, স্ত্রী এবং পুত্র সন্তানকে। মাত্র ৩৩ বছর বয়সে তার অকাল প্রয়াণে শোকস্তব্ধ তার গোটা পরিবার। ধুপগুড়ির পশ্চিম শালবাড়ি এলাকায় জগন্নাথের বাড়ি ছিল।গত ২৫ মার্চ লাওয়াপাড়ায় জঙ্গী হামলার ঘটনায় সিআরপিএফের দুজন জোয়ান শহীদ হয়েছিলেন। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনজন। তাদের মধ্যে একজন ছিলেন জগন্নাথ। জগন্নাথ ছাড়া বাকিরা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। কাশ্মীরে সেনা সূত্রের খবর, এই হামলার সঙ্গে লস্কর এ তইবার জঙ্গিরা যুক্ত।
About Author