Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘনিষ্ঠ বন্ধুদের সাথে হোলির রঙে রঙিন ক্রুশল-অদ্রিজা

টেলিটাউনে এই মুহূর্তে ক্রুশল(krushal ahuja) ও অদ্রিজা(Adrija Ray)র সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। কিছুদিন আগেই অভিনেতা নীল ভট্টাচার্য (nil bhattacharya) এবং অভিনেত্রী তৃণা সাহা(Trina saha)- র বিয়েতে ক্রুশল ও অদ্রিজাকে একসঙ্গে…

Avatar

টেলিটাউনে এই মুহূর্তে ক্রুশল(krushal ahuja) ও অদ্রিজা(Adrija Ray)র সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। কিছুদিন আগেই অভিনেতা নীল ভট্টাচার্য (nil bhattacharya) এবং অভিনেত্রী তৃণা সাহা(Trina saha)- র বিয়েতে ক্রুশল ও অদ্রিজাকে একসঙ্গে ঢুকতে দেখা গিয়েছে। অদ্রিজার পরনে ছিল কালো-সোনালি লেহেঙ্গা চোলি। অদ্রিজার পোশাকের সঙ্গে মানানসই করে ক্রুশল পরেছিলেন কালো-সোনালি রঙের কুর্তা। এমনকি বিয়ের আসরে দুজনকে একসঙ্গে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হতেও দেখা গেছে। নবদম্পতি ছাড়াও বিয়ের অনুষ্ঠানে নজর কেড়েছিলেন ক্রুশল-অদ্রিজা জুটি। 2020-এর বর্ষশেষে ছুটি কাটাতে গোয়ায় পাড়ি দিয়েছিলেন দুজনে। গোয়ায় থাকাকালীন অবকাশের প্রচুর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ক্রুশল ও অদ্রিজা। ক্রুশলের ছবিগুলিতে তাঁকে দেখা গিয়েছিল, কখনও সমুদ্রের মাঝখানে স্পিডবোটে তো কখনও বিচে শুয়ে সানবাথ নিতে। অপরদিকে অদ্রিজাকে দেখা গিয়েছিল শর্ট স্কার্ট ও বিকিনি টপ পরে সমুদ্র উপভোগ করতে।

এবার হোলিও একসঙ্গেই উপভোগ করলেন ক্রুশল ও অদ্রিজা। দোলের দিন দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন অদ্রিজা। সেখানে দোলের রঙে রাঙিয়েছিলেন নিজেকে। এছাড়া হোলির দিন জে. ডব্লিউ.ম্যারিয়টে ছিল হোলি পার্টি। সেখানে হোলির রঙে নিজেদের রাঙিয়ে ছবি তুলে শেয়ার করেছেন ক্রুশল ও অদ্রিজা। অদ্রিজার পরনে ছিল সাদা শর্ট ও টপ এবং ক্রুশলের পরনে ছিল সাদা ট্রাউজার ও টি-শার্ট যা কিছুক্ষণের মধ্যেই পরিণত হয়েছিল লাল রঙে। ক্রুশল ও অদ্রিজার সঙ্গে তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরাও ছিলেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অভিনেত্রী অদ্রিজা রায়ের বয়ফ্রেন্ড নিয়ে বহুদিন ধরেই নেটিজেনদের মনের মধ্যে কৌতূহল ছিল। সেই কৌতূহলের নিরসন করে অদ্রিজা তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে দিওয়ালি পালনের ছবি পোস্ট করেছিলেন। নেটিজেনরা অবাক অদ্রিজা বয়ফ্রেন্ডকে দেখে। তিনি আর কেউ নন, তাঁদের প্রিয় কর্ণ অর্থাৎ ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের নায়ক কর্ণের ভূমিকায় অভিনয় করা ক্রুশল আহুজা। অদ্রিজা ক্রুশল ও তাঁর ছবি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এই বছর ক্রুশল ও অদ্রিজা একসাথে দিওয়ালি সেলিব্রেশন করেছেন। এমনকি দুজনে একে অপরের সাথে মানানসই করে পোশাক পরেছিলেন। ক্রুশল পরেছিলেন কালো-গোল্ডেন পাঞ্জাবি এবং অদ্রিজা পরেছিলেন কালো-গোল্ডেন শাড়ি। তবে প্রকাশ্য প্রেমে এখনও সিলমোহর দেননি ক্রুশল ও অদ্রিজা।

About Author