Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনায় আক্রান্ত জনপ্রিয় মুখ ভরত কল ও তাঁর স্ত্রী জয়শ্রী

টলিউডে ক্রমশ ছেয়ে যাচ্ছে করোনা আতঙ্ক। একের পর এক সেলিব্রিটি আক্রান্ত হচ্ছেন করোনায়। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna sengupta)। এবার অভিনেতা ভরত কল (Bharat kaul) ও তাঁর…

Avatar

টলিউডে ক্রমশ ছেয়ে যাচ্ছে করোনা আতঙ্ক। একের পর এক সেলিব্রিটি আক্রান্ত হচ্ছেন করোনায়। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna sengupta)। এবার অভিনেতা ভরত কল (Bharat kaul) ও তাঁর স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায় (Jayashree mukherjee)আক্রান্ত হলেন করোনায়। হোলির দিন সন্ধ্যায় ভরত নিজেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ও জয়শ্রীর কোভিড পজিটিভ হওয়ার কথা জানিয়েছেন। ভরত সকলকে বলেছেন, তাঁদের জন্য প্রার্থনা করতে। তিনি আশা করছেন, শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরবেন।ভরত জানিয়েছেন, শনিবার থেকে তাঁর জ্বর রয়েছে। প‍্যারাসেটামল খেয়ে কমে গেলেও আবার জ্বর আসছিল তাঁর। এর পরেই তিনি নিজের ও জয়শ্রীর কোভিড টেস্ট করান। টেস্টের রিপোর্ট এলে জানা যায়, তাঁরা দুজনেই করোনায় আক্রান্ত। তবে তাঁর মা ও মেয়ের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। ভরত জানিয়েছেন, তাঁর জ্বর ও সারা শরীরে ব্যথা রয়েছে। তবে তিনি স্বাদ ও গন্ধ পাচ্ছেন। অর্থাৎ ভরতের মৃদু উপসর্গ রয়েছে।কিন্তু তা সত্ত্বেও ভরতকে নিয়ে যথেষ্ট চিন্তার বিষয় রয়েছে। ভরত ক্যান্সার-যোদ্ধা। এই বিষয়ে তিনি চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন। চিকিৎসকরা তাঁকে উদ্বিগ্ন হতে বারণ করলেও সবার সামনে রয়েছে প্রয়াত কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায় (soumitra chatterjee)-এর উদাহরণ। তিনিও ক্যান্সার-যোদ্ধা ছিলেন। গত বছর অক্টোবর মাসে করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে ফিরে এসেছিল পুরানো ক্যান্সার। এর ফলে সৌমিত্রবাবুর মস্তিষ্ক ও ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। করোনার ফলেই ক্যান্সার ফিরে এসেছিলেন বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সৌমিত্রবাবুর কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও ক্যান্সারের সংক্রমণের ফলে তাঁর স্নায়ু কাজ করা বন্ধ করে দেয়। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও কমে যায়। তাঁর মস্তিষ্ক সূচক ক্রমশ কমে যায়। ফলে মৃত্যু হয় সৌমিত্রবাবুর।সাধারণতঃ করোনার ফলে রোগীর হার্ট ও মস্তিষ্কের বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাঁর যদি ক্যান্সার বা সুগারের মতো কোনো অসুখ থেকে থাকে তাহলে সেই রোগীর ক্ষেত্রে আশঙ্কা থেকে যায়।তবে করোনা থেকে বাঁচার জন্য ন্যূনতম সাবধানতা অবলম্বন করা জরুরী। করোনা অতিমারীর আবহে ভারতবার্তার তরফ থেকে সকল পাঠক-পাঠিকাদের অনুরোধ করা হচ্ছে, মাস্ক ছাড়া বাইরে বেরোতে না, বাইরে থেকে এলে তৎক্ষণাৎ বাইরের পোশাক কাচার চেষ্টা করুন, হ্যান্ড স্যানিটাইজার সবসময় সঙ্গে রাখুন, করোনা বিধি অনুযায়ী, প্রতি এক ঘন্টা পর হাত সাবান দিয়ে ধুয়ে স্যানিটাইজার ব্যবহার করুন। যদি সম্ভব হয়, তাহলে অ্যাপ-ক‍্যাবে চড়ার আগে ওষুধের দোকানে প্রাপ্ত সারফেস স্যানিটাইজার অন্তত একবার ক্যাবের ভিতর স্প্রে করে দিন। ভিড় যথাসম্ভব এড়িয়ে চলবেন। সতর্ক থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন।
About Author