কিন্তু গত বছর ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েছেন মহানায়কের পৌত্র গৌরব চট্টোপাধ্যায় (Gaurav chatterjee) ও দেবলীনা কুমার (Devlina kumar)। তার একমাসের মধ্যেই বিয়ে হয়েছে তরুণ কুমারের দৌহিত্র সৌরভ ব্যানার্জি (sourav Banerjee) ও ত্বরিতা চ্যাটার্জি (Twarita chatterjee)-র। দুই দম্পতির বিয়ের পর এবার প্রথম দোল। ময়রা স্ট্রীটের স্মৃতি উস্কে আবারও দোলের দিন সবাই জমায়েত হয়েছিলেন পৈতৃক ভিটেতে। দেবলীনা পরেছিলেন সাদা শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। ত্বরিতা পরেছিলেন সাদা রঙের কুর্তি-লেগিংস। গৌরব ও সৌরভের পরনে ছিল সাদা রঙের পাজামা-পাঞ্জাবী। ময়রা স্ট্রীটের বাড়ির রীতি মেনে বিভিন্ন রঙের আবির দিয়েই দোল খেলা সারলেন তাঁরা। অপরদিকে ‘ফাগুন হাওয়ায়’ গানের সঙ্গে নেচে ইন্সটাগ্রাম রিল বানিয়েছেন দেবলীনা। মহানায়কের পরিবারের নতুন প্রজন্মকে নেটিজেনরা দোলের শুভেচ্ছা জানিয়েছেন।
মহানায়কের বাড়িতে দোল উৎসব, রঙ মাখলেন গৌরব-দেবলীনা, সৌরভ-ত্বরিতা
দোলপূর্ণিমা মানেই একসময় গোটা কলকাতার চোখ থাকত ময়রা স্ট্রীটের বাড়ির দিকে। ময়রা স্ট্রীটের বাড়ি যে বাঙালির মহানায়ক উত্তমকুমার (uttam kumar)-এর নিবাস। ময়রা স্ট্রীটের বাড়িতে প্রত্যেক বছর দোলের দিন বসত রঙ…

আরও পড়ুন