দোলের উৎসবের দিন গেরুয়া এবং সবুজের ভেদাভেদ ভুলে দুটি দলের তারকা প্রার্থীরা একসাথে দোল খেললেন। একটি বেসরকারি সংবাদমাধ্যমের আয়োজিত করা একটি দোল উৎসবে দেখা গেল একসাথে পায়েল, শ্রাবন্তী, তনুশ্রী এবং মদন মিত্র কে। তাদের সাথে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শ্রীতমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ দেবাংশু ভট্টাচার্য কে।
তসরের পাঞ্জাবি পরে ঢোল বাজালেন মদন মিত্র। তার সঙ্গে বাজতে দেখা গেল ‘খেলা হবে’ গান। তৃণমূলের একুশের ভোটের শ্লোগানে তাল মিলিয়ে নাচতে দেখা গেল তিন তারকা প্রার্থী কে। অন্যদিকে, রং দে তু মহে গেরুয়া গানটিও বাজতে দেখা গেল। কিন্তু এই ভিডিও প্রকাশে আসামাত্রই, একসাথে তৃণমূল এবং বিজেপিকে দেখে হয়রান হয়ে গিয়েছেন নেট জনতার একাংশ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowশ্যামপুর, বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থীরা এবং তার সাথে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। একসাথে দেখা গেল গেরুয়া ও সবুজের মেলবন্ধন। মিশে গেল খেলা হবে এবং রং দে তু মোহে গেরুয়া। তবে এই রঙের উৎসবে সকলের একসাথে যোগদান দেখে একেবারে চলে গিয়েছেন। তনুশ্রী বলেছেন, “আজকের দিনে কোন রকম রাজনীতি নয়, শুধুই দোল খেলা।” শ্রাবন্তী বললেন, “বুরা না মানো হোলি হে। আজকের দিনটা অত্যন্ত স্পেশাল। আজকের দিনে সবকিছু ভুলে দোল এনজয় করা প্রয়োজন। খেলা হবে ভালো গান, না নাচার কি আছে?”
পায়েল বললেন, “আজ তো আমরা প্রতিদ্বন্দ্বীরা করছি না। এটা কোনো রকম রাজনৈতিক প্লাটফর্ম নয়। এটা একটি দোল উৎসব। আজকে হোলি, সবাই মিলে খেলছি।” বিজেপি নেত্রী রুপঞ্জনা বলেছেন, “আমার ভাষা হারিয়ে যাচ্ছে, বাক রুদ্ধ হয়ে যাচ্ছি। এই ভিডিও সকলের কাছে পৌঁছলে দলের কর্মীদের কাছে ভুল বার্তা যাবে।”