আজ ২৬শে মার্চ (১২ই চৈত্র) শুক্রবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।
মেষঃ আজ আপনার রাজনীতিতে বেশ নাম- ডাক আর প্রভাব বাড়তে পারে। মন দিয়ে রাজনীতির কাজ কর্ম করুন। আজ আপনি রাজনৈতিক কার্যে বেশ সাফল্য পেতে পারেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowবৃষঃ আজ আপনার মা অসুস্থ হয়ে পড়তে পারে। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। ঠিক মতো পথ্য দিন। সহজে ভেঙে পড়বেননা।
মিথুনঃ আজ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি হতে পারে। দেখেশুনে মন দিয়ে কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন।
কর্কটঃ আজ আপনি কোনো অসৎসঙ্গে মিশে আয় করতে পারে। সেই উপার্জনে লাভ হলেও ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে। অসৎ সঙ্গ এড়িয়ে চলুন।
সিংহঃ আজ আপনি বাইরে ভ্রমণে যেতে পারেন। বাইরের আবহাওয়ায় শরীর খারাপ হতে পারে। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। ঠিক করে ওষুধপত্র খান।
কন্যাঃ আজ আপনার অস্ত্রোপচারে সাফল্য পেতে পারেন। ভালো চিকিৎসায় আরোগ্য লাভ করতে পারেন। নিজের শরীরের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ সুখকর।
তুলাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন।
বৃশ্চিকঃ আজ আপনার অফিসে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায়ে ও লাভ হওয়ার সম্ভাবনা আছে। মন দিয়ে নিজের কাজ করুন। দিনটি ভালোই যাবে।
ধনুঃ আজ আপনি অন্যমনস্ক হয়ে পড়লে কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অযথা অমনোযোগী হবেন না, প্রয়োজনে ধ্যান করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।
মকরঃ আজ আপনার জ্যোতিষ বিদ্যার প্রতি আগ্রহ বাড়তে পারে। নিজের উন্নতির জন্য জ্যোতিষ চর্চা করুন মন দিয়ে। আজ আপনার দিনটি বেশ ভালোই কাটবে।
কুম্ভঃ আজ আপনি কোনো কিছুতে মন চঞ্চল থাকতে পারে। সহজে ভেঙে পড়বেননা। মন শান্ত রাখুন। মন ভালো রাখতে প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।
মীনঃচাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রে আশাতীত লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।