আবার অন্য একটি ছবিতে তাকে দেখা যাচ্ছে একেবারে পুরো পিঠ খোলা সুইমিং কস্টিউমে। কখনো আবার একটি লাল রঙের অন্তর্বাসের ওপর একটি কালো নেটের টপ পরে সমুদ্রসৈকতে দোল খাচ্ছে ঐন্দ্রিলা। অঙ্কুশ ও কিন্তু কিছু কম যান না। তিনিও সেই সী বিচে গিয়ে হাজারো হাজারো ভালো ছবি তুলেছেন। তার মধ্যে বেশকিছু ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে ছেড়েছিলেন। একটি ছবিতে তাকে দেখা গেল একটি কালো রঙের গেঞ্জি পরে সমুদ্রসৈকতে বসে থাকতে। অন্যদিকে আবার মালদ্বীপে যে হোটেলে তিনি গিয়ে উঠেছেন সেখানে একগ্লাস লেমোনেড এর দাম হাজার টাকা। সেই দাম শুনে একেবারে হকচকিয়ে গিয়েছেন অঙ্কুশ। তাইতো ক্যাপশন দিয়েছেন, ” শরবত এর মধ্যে লুকানো হীরা খুঁজছি।” এভাবেই নিজেদের ছুটি কাটানোর মুহূর্তগুলোকে নিজের ভক্তদের সঙ্গে শেয়ার করছেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা।
হালকা ছুটির মেজাজে অভিনেত্রী, হট অবতারে ধরা দিলেন ঐন্দ্রিলা সেন
বাঙালি দর্শকদের মধ্যে অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলার জুটি সবথেকে জনপ্রিয় জুটির মধ্যে একটি। এই জুটির কথা এখন মাঝে মধ্যেই শোনা যায় টলিপাড়ায় কান পাতলে। জানা যাচ্ছে, তারা নাকি বিয়ে করার…

By

আরও পড়ুন