Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

দীর্ঘ ৫ বছর পরে ‘জাত গোখরোর’ ছোবল দিতে প্রচারে নামছেন মিঠুন

জঙ্গলমহলের মাধ্যমে তিনি তার প্রচার শুরু করবেন।

Advertisement
Advertisement

একটা সময় ছিল যখন তিনি ছিলেন সক্রিয় রাজনৈতিক কর্মী। প্রচার এবং মিটিং মিছিলে অংশগ্রহণ করা থেকে শুরু করে অনেক কিছুতেই তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। কিন্তু সেই ২০১৬ সালের পর থেকে তাকে আর রাজনীতির মঞ্চে দেখা গেল না। দীর্ঘ পাঁচ বছর পরে ২০২১ সালে আবারো বাংলার বিধানসভা নির্বাচনের প্রচার কাজে নামতে চলেছেন মিঠুন চক্রবর্তী। ভারতীয় জনতা পার্টির হয়ে আজ থেকেই তিনি করবেন প্রচার শুরু। প্রথম টার্গেট হবে জঙ্গলমহল।

Advertisement
Advertisement

পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা দিয়ে তিনি তার প্রচার পর্ব শুরু করবেন। ১৯ দিন হয়ে গেছে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন পর্দার ফাটা কেষ্ট। আর কাকে কাজে লাগিয়েই এবারে নির্বাচনী ময়দানে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। রাজা প্রথম দফার নির্বাচনের আজকেই শেষ দিন। আর একদম স্লগ ওভারে ঝড়ের মতো ব্যাট করতে আজ এই মাঠে নামছেন মিঠুন চক্রবর্তী।

Advertisement

জানা গেছে তা নির্বাচনী কর্মসূচি শুরু হবে একটি রোড শো এর মাধ্যমে। বাঁকুড়া জেলায় তিনি এই রোড শো করবেন। এছাড়া পুরুলিয়াতে, পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রামে তিনি একের পর এক রোডশো করতে চলেছেন। আগামী শনিবার এই সমস্ত বিধানসভা এলাকাতে নির্বাচন হতে চলেছে। এই কারণেই গেরুয়া শিবিরের প্রস্তুতি একেবারে তুঙ্গে। মিঠুন চক্রবর্তী আজকে প্রথমে সরাসরি পৌঁছে যাবেন বাঁকুড়া জেলার শালতোড়া তে। সেখানে গিয়ে একটা রোড শো। তার পরের গন্তব্য পুরুলিয়া। সেখান থেকে তিনি যাবেন কেশিয়াড়ি তে। তারপর মন্তব্য ঝারগ্রাম। ঝাড়গ্রাম থেকে তার প্রচার তিনি আজকের মত শেষ করবেন।

Advertisement
Advertisement

বৃহস্পতিবারের পর তিনি তারপর প্রচারের নামবেন একেবারে রবিবার। রাজ্যের দ্বিতীয় দফায় নির্বাচন, তার আগেই বাঁকুড়ার ইন্দাস এবং পশ্চিম মেদিনীপুরের কেশপুর সভা করতে চলেছেন মিঠুন। নরেন্দ্র মোদীর সভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপির সদস্যতা গ্রহণের পর তিনি বলেছিলেন, তিনি তার জাত গোখরো স্টাইলে প্রচারে নামবেন। এবারে দেখার, এই জাত গোখরোর ছোবল কতটা কাজ করে।

Advertisement

Related Articles

Back to top button