Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২০ হাজার টাকার কমে পেয়ে যান এই AC, সাথে থাকছে ১ বছরের গ্যারান্টি

গরমকাল ইতিমধ্যেই চলে এসেছে। সবে মার্চ মাস থেকেই অনুভব করা যাচ্ছে মারাত্মক পরিমাণ গরম। আর এই গরম আসতে না আসতেকি AC কেনার ঢলও বেড়ে গিয়েছে বলে জানা যায়। তবে অনেকেই…

Avatar

গরমকাল ইতিমধ্যেই চলে এসেছে। সবে মার্চ মাস থেকেই অনুভব করা যাচ্ছে মারাত্মক পরিমাণ গরম। আর এই গরম আসতে না আসতেকি AC কেনার ঢলও বেড়ে গিয়েছে বলে জানা যায়। তবে অনেকেই আবার কম দামের কারণে শীতকালে Ac কিনে ফেলেন। আবার কখনও কখনও অনেক দাম হওয়ায় সিদ্ধান্ত নিতে পারেননা গ্রাহক। তাদের জন্যই আজ আমরা এমন কিছু AC এর কথা বলতে চলেছি যার দাম ২০০০০ টাকা বা তার আশেপাশে। চলুন জানা যাক সেই ৩ AC এর সম্পর্কে,

১। Voltas 123LZF 1 Ton 3 Star AC
১ টন ক্ষমতার সাথে রয়েছে এই AC তে ৩ স্টার এর সাপোর্ট। রয়েছে কপার টিউব। অ্যামাজন ফ্লিপকার্টে গ্রাহক এই AC কে কম দামে কিনে নিতে পারবন এবং পূরণ করতে পারবেন নিজের মনের ইচ্ছে। বলা বাহুল্য, এই AC এর দাম ২২,৬০০ টাকা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২। Blue Star 3WAE081YDF 0.75 Ton 3 Star Window Air Conditioner
০.৭৫ টন ক্ষমতা যুক্ত এই AC তে রয়েছে ৩ স্টার এনার্জি রেটিং। গ্রাহক এটিতে পাবেন ১ বছরের ওয়ারেন্টি এবং কমপ্রেসরে ৫ বছরের ওয়ারেন্টী। রয়েছে অন অফের টাইমার। এই AC এর দাম ভারতে রাখা হয়েছে ১৭,৯৯০ টাকা।

৩। Voltas 102EZQ 0.75 Ton 2 Star Window Air Conditioner
Voltas এর এই ০.৭৫ টন AC তে ২ স্টার এনার্জি রেটিং দেইয়া হয়েছে। রয়েছে ১ বছরের ওয়ারেন্টি এর সাথে ৪ বছরের কমপ্রেসর ওয়ারেন্টি। এই Ac টির দাম রাখা হয়েছে ১৯,৫০০ টাকা।

About Author