Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

২৫ নয়, ২১ বছর হলেই করা যাবে মদ্যপান

সূরাপ্রেমীদের জন্য এবার একটি নতুন সুখবর নিয়ে হাজির হলো দিল্লি সরকার। সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়ে দিয়েছেন, মদ্যপান সর্বনিম্ন বয়স তারা কমিয়ে ২১ করার সিদ্ধান্ত নিয়েছেন। এখনো পর্যন্ত ২৫…

Avatar

By

সূরাপ্রেমীদের জন্য এবার একটি নতুন সুখবর নিয়ে হাজির হলো দিল্লি সরকার। সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়ে দিয়েছেন, মদ্যপান সর্বনিম্ন বয়স তারা কমিয়ে ২১ করার সিদ্ধান্ত নিয়েছেন। এখনো পর্যন্ত ২৫ বছর না হলে মদ্যপান করা যেত না। তবে এবার সেই বয়স হতে চলেছে ২১।

মন্ত্রী বলেছেন, “এবার থেকে দিল্লিতে আর কোনো সরকারই মদের দোকান থাকবে না। এখানে যে সমস্ত সরকারি মদের দোকান আছে, সেগুলিকে বন্ধ করে দেওয়া হবে। মাফিয়াদের দৌরাত্ম্য কমানোর জন্য বেশকিছু নতুন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে দিল্লি সরকার। পাশাপাশি এই সমস্ত দোকানগুলো কে অন্যত্র স্থানান্তরিত করা হতে চলেছে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরো বলেছেন, “দিল্লিতে বেশ কিছু জায়গায় এমন আছে যেখানে মদত জোগানো হয়নি অথবা থাকলেও তা প্রয়োজনের অত্যন্ত কম। অন্যদিকে কিছু কিছু জায়গায় এমন রয়েছে যেখানে অনেক বেশি পরিমাণে মদ পাওয়া যায়। এর ফলে মদ বিক্রি দোকানে মাফিয়াদের দৌরাত্ম্য অনেকটা বেড়ে গিয়েছে। দিল্লিতে এই মাফিয়াদের বিষয়টি সম্পূর্ণরূপে সামঞ্জস্য আনার চেষ্টা করা হচ্ছে দিল্লি সরকারের তরফে। দিল্লির ৭৯ ওয়ার্ডে একটি করে মদের দোকান নেই। অন্যদিকে আবার ৪৫ টি ওয়ার্ডে একটি করে মদের দোকান রয়েছে। এই সম্পূর্ণ বিষয়টিকে সামঞ্জস্যে আনার প্রয়োজন রয়েছে।”

তার আরো ঘোষণা, যাতে কালোবাজারিরা অসাধু ব্যবসায়ী না করতে পারে সেই উদ্দেশ্যে দিলি প্রশাসন নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। এর আগে দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার মদ্যপানের সর্বনিম্ন বয়স ২৫ করে দিয়েছিল। কিন্তু এবারে তারাই এই বয়স কমিয়ে ২১ করে দেয়।

About Author