Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বামেদের প্রচার করতে রাস্তায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো টলিউডে রাজনীতির রং লেগেছে। কার্যত নির্বাচনের আগে টলি মহল দ্বিধাবিভক্ত হয়ে গেছে। একদল গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেছে এবং অন্য দল ঘাসফুল শিবিরের সৈনিক…

Avatar

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো টলিউডে রাজনীতির রং লেগেছে। কার্যত নির্বাচনের আগে টলি মহল দ্বিধাবিভক্ত হয়ে গেছে। একদল গিয়ে গেরুয়া শিবিরে যোগদান করেছে এবং অন্য দল ঘাসফুল শিবিরের সৈনিক হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। আবার অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে দলবদলু দলে নাম লিখিয়েছে। তবে এরই মধ্যে টলিউড তারকা অভিনেত্রী শ্রীলেখা মিত্র বারংবার দলবদল প্রসঙ্গে টলি-তারাদের কটাক্ষ করেছেন। আসলে শ্রীলেখা মিত্র বরাবর বাম সমর্থক। তিনি আগেও বামে ছিলেন এবং এখনো বামে আছেন। কিছুদিন আগে তাকে বামেদের ব্রিগেডে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল।

এরপর নির্বাচনের আগে বামেদের হয়ে ব্যাট করতে মাঠে নামলেন শ্রীলেখা মিত্র। তিনি বালি এবং উত্তর পাড়ায় বাম প্রার্থীদের হয়ে প্রচার করতে রাস্তায় নামলেন। আজ অর্থাৎ শনিবার শ্রীলেখা মিত্র সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী দীপ্সিতা ধর ও উত্তরপাড়ার সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী রজত বন্দোপাধ্যায়ের প্রচারে নামেন তিনি। প্রচার করতে বেরিয়ে এদিন শ্রীলেখা মিত্র বলেছেন, “ফুল তো মরসুমে ফোটে। সে ঘাসফুল কি পদ্মফুল। কিন্তু কাস্তে হাতুড়ি সারা বছর থাকে। সাধারণ মানুষকে হাল ফেরাতে আমি আশা করি আপনারা সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থীকে ভোট দেবেন।” এছাড়াও তিনি বামেদের তরুণ প্রজন্মের প্রার্থী দেখে বলেছেন, “বামেদের হাল ফেরাতে এবার মাঠে নামছে তরুণ প্রজন্মের প্রার্থীরা। এদের শিরদাঁড়া এখনো শক্ত ও সোজা। এরা কারোর সামনে মাথা নত করবে না। আর এরা যে ভাঁওতাবাজি করবে না তা জানে সাধারণ মানুষ।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও এদিন প্রচারে বেরিয়ে শ্রীলেখা মিত্র দলবদলুদের চরম কটাক্ষ করেছে। তিনি সরাসরি কটাক্ষ করে বলেছেন, “অনেক টলিউড তারকা আছে যারা টাকার সামনে নিজেদের মাথা নত করে দিয়েছে। কিন্তু আমি একজন অভিনেত্রী। কোনো তারকা নয়। আমাকেও নানান প্রলোভন দেখানো হয়েছে। কিন্তু আমি মাথা উঁচু করে বাঁচতে শিখেছি। টাকা নিয়ে আমি বিক্রি হয়ে যায়নি। মাথা উঁচু করে বাঁচতে গেলে কিছু দাম তো দিতেই হবে। আর আমার নিজের মন যা বলে আমি তাই করি। আজীবন বামেদের সাথে ছিলাম আছি এবং থাকব।”

About Author