বিয়ের পর সুখী দাম্পত্য চায় সকল মেয়েই। কিন্তু একটি বিরল ঘটনা দেখা গেল। স্বামী অতিরিক্ত ভালোবাসে বলে অসহ্য লাগছে স্ত্রীর, এই জন্য তিনি ডিভোর্স চেয়ে মামলা করেছেন স্বামীর বিরুদ্ধে। আদালতে মহিলা জানান যে তার স্বামী সবসময় তার কথা মেনে চলেন৷ কোনও রকম অবাধ্য হন না৷ ভীষণ বেশি ভালবাসেন তাকে৷ এমনকি স্বামী একটু মোটা, এটা বলাতে তিনি শরীরচর্চাও শুরু করেছেন। এছাড়া তিনি আরও বলেন ১ বছরের দাম্পত্য জীবনে তাদের কোনো ঝগড়া পর্যন্ত হয়নি। ঘটনা আরব আমির শাহীর৷ ফুজাইরার সারজা কোর্টে এই বিবাহবিচ্ছেদের মামলা করা হয়েছে৷ স্বামী জানিয়েছেন, তিনি নিজেকে পরিবর্তন করে নেবেন। তিনি বুঝতে পারেনি কেমন করে মিশতে হবে স্ত্রীর সাথে। সত্যি এরকম ঘটনা বিরল, দেখা যায়না বলেই চলে।
স্বামী একটু বেশিই ভালোবাসে, তা নিয়ে স্ত্রী যা করলো স্বামীর সাথে, জানলে অবাক হবেন!
বিয়ের পর সুখী দাম্পত্য চায় সকল মেয়েই। কিন্তু একটি বিরল ঘটনা দেখা গেল। স্বামী অতিরিক্ত ভালোবাসে বলে অসহ্য লাগছে স্ত্রীর, এই জন্য তিনি ডিভোর্স চেয়ে মামলা করেছেন স্বামীর বিরুদ্ধে। আদালতে…

আরও পড়ুন