কিছুদিন আগেই এই দম্পতি তাদের সন্তানের নাম প্রকাশ্যে এনেছিলেন। একটি সাক্ষাৎকারে অমৃতা বলেছিলেন, “আমি এবং আনমোল দুজনেই দেশপ্রেমিক এবং এই কারণে আমাদের সন্তানের নাম আমরা রেখেছি বীর। কারণ এই নামটি আমাদের কাছে বেশ আইকনিক লাগছে। এই নামটি আমাদের প্রথম পছন্দ ছিল।”এছাড়াও সবথেকে বড় বিষয়টি হলো, এই তারকা দম্পতি তাদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে তাদের সন্তানের জন্য দিয়ে থাকেন। সেই এই সাক্ষাৎকারে অমৃতা বলেছেন, “আমার সমস্ত মিটিং এবং সব কাজ সামলে তারপর বীরের দেখাশোনা করছি এখন। দিনগুলো ছোট হচ্ছে আর রাত গুলো বড়ো। কিন্তু, আপনার বাচ্চা কি চাইছে তা জানার জন্য নিজে হাতে তার যত্ন করা দরকার।”তবে শুধু বীরের দেখা শোনা করা না, অমৃতা আর কিছুদিনের মধ্যেই ইন্ডাস্ট্রিতে আবারো কামব্যাক করতে চলেছেন নতুন মুভি নিয়ে। ২০০২ সালে তিনি আব কে বরস মুভির মাধ্যমে তার বলিউড ডেবিউ করেছিলেন। তাকে শেষবারের মতো দেখা গেছিলো নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ঠাকরে সিনেমায় অভিনয় করতে।
সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন অমৃতা এবং আনমোল
গত নভেম্বর মাসে জন্য দিয়েছিলেন নিজের পুত্র সন্তানের। তার পর নিজের পুত্রের নাম সবার সামনে আনলেও এখনো পর্যন্ত সেই সন্তানের ছবি করার কাছে প্রকাশ্যে আসেনি। তবে এবারে আর লুকো ছাপা…

By

আরও পড়ুন