Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘তৃণমূল বলছে খেলা হবে, বিজেপি বলছে বিকাশ হবে’, মমতাকে নিশানা করে বিদ্রুপ মোদির

একুশে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসে ততই বাড়ছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। একদিকে যেমন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসে জেলা সফর করে প্রচারের ঝড় তুলছেন, ঠিক অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

Avatar

একুশে বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসে ততই বাড়ছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। একদিকে যেমন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসে জেলা সফর করে প্রচারের ঝড় তুলছেন, ঠিক অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির প্রচারের দায়িত্ব নিজহস্তে তুলে নিয়েছেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসূত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসকে গেঁথে তাদের বিরুদ্ধে তুলোধোনা করলেন। তিনি গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের ফল প্রসঙ্গ টেনে এনে শাসকদলকে কটাক্ষ করে বলেছেন, “লোকসভায় তৃণমূল হাফ, বিধানসভায় হবে সাফ।”

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এদিন মমতাকে কটাক্ষ করে বলেছেন, “দিদি প্রচার করতে গিয়ে বলছে খেলা হবে। আর এদিকে বিজেপি বলছে চাকরি হবে, উন্নয়ন হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। দুটোর মধ্যে একটা তফাৎ আছে। দিদি গত ১০ বছর বাংলায় শুধু নিজের ইচ্ছা মত খেলেছে। কিন্তু এবার খেলার শেষ হবে। শুরু হবে বিজেপির উন্নয়ন ও স্বপ্নের সোনার বাংলা।” সেই সাথে তিনি পুরনো লোকসভা ভোটের ফলের প্রসঙ্গ তুলে বলেছেন যে বিজেপি লোকসভা নির্বাচনে ১৮ টি আসন পেয়েছিল। তখন থেকেই তৃণমূলের শেষের দিনগোনা শুরু হয়ে গেছে। বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ তৃণমূলকে সাফ করে দেবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়াও এদিন প্রধানমন্ত্রী মমতাকে নিশানা করে বলেছেন, “গরীবের টাকা লুট করেছে তৃণমূল। রাজ্যজুড়ে চলেছে সিন্ডিকেটবাজ ও কাটমানি আদায়। ভয় দেখিয়ে ও অত্যাচার করে শাসন চালাচ্ছে মমতা বাহিনী। কিন্তু এবারের নির্বাচনে বাংলার মানুষ রুখে দাঁড়াবে। বাংলার মানুষ দিদিকে প্রশ্ন করবে এবং তার জবাব দিতে হবে দিদিকে। শুধু মুখে না বলে খাতায়-কলমে কাজের হিসেব দেখাতে হবে দিদিকে।” এছাড়াও প্রধানমন্ত্রী এদিন বিদ্রুপ করে “TMC” এর নামকরণ করেছেন “ট্রান্সফর্ম মাই কমিশন” সরকার।

সেইসাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন যে বিজেপি যদি বাংলায় শাসনব্যবস্থা পায়, তাহলে তারা সোনার বাংলা তৈরি করবে। বাংলার বিজেপি ও কেন্দ্রের বিজেপি মিলে ডবল ইঞ্জিন সরকার বাংলার মানুষের সব রকম চাহিদা পূরণ করবেন। বাংলা থেকে সমস্ত রকম সমস্যা দূর হয়ে যাবে এবং উন্নয়ন দোরগোড়ায় এসে পৌঁছাবে।

About Author